শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে : উপদেষ্টা সাখাওয়াত

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০০:৪১

নাটোর, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের চিকিৎসার জন্যে কেন্দ্রীয়ভাবে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। ঐ হাসপাতালে শ্রমিকরা সব ধরণের চিকিৎসা সেবা পাবেন।

আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন অনুমোদিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ২২ জন শ্রমিকের মাঝে ১২ লক্ষ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে। আমরা আইএলও’র ১১টি কনভেনশনের মধ্যে আটটিতে স্বাক্ষর করেছি। কর্মক্ষেত্রে নারী, লিঙ্গ বৈষম্য এবং হয়রানী বন্ধে আমরা কাজ করছি।

তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের শ্রম আইনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। শ্রমিকদের ন্যায্যতা প্রাপ্তিতে আমরা কাজ করছি। তবে কর্মক্ষেত্রে মালিক এবং শ্রমিকদের সম্পর্ক হওয়া উচিৎ পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধাবোধের। কর্ম পরিবেশ বিনষ্টকারী কোন কর্মকান্ড করা উচিৎ নয়।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য : সালাহউদ্দিন
ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্কের আরেকটি গ্রামের মালিকানা দাবি রাশিয়ার
কুমিল্লা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বিগত ১৭ বছর স্বাধীন সাংবাদিকতাকে চেপে ধরা হয়েছিল : সিকৃবি উপাচার্য
ইসরাইলি হামলার নিন্দা জানাতে কাতারে আরব ও মুসলিম নেতাদের বৈঠক
রাজধানীতে অভিযানে গ্রেফতার ১০
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যুবাদের চতুর্থ ম্যাচও পরিত্যক্ত
বার্ন ইনিস্টিউট থেকে ছাড়পত্র পেলেন আরও দুই মাইলস্টোন শিক্ষার্থী
পুলিশের অভিযানে চুরি যাওয়া প্রায় ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ১
শোকাহত নেপালিরা আশা করছেন বিক্ষোভে মৃত্যু পরিবর্তন আনবে
১০