শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে : উপদেষ্টা সাখাওয়াত

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০০:৪১

নাটোর, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের চিকিৎসার জন্যে কেন্দ্রীয়ভাবে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। ঐ হাসপাতালে শ্রমিকরা সব ধরণের চিকিৎসা সেবা পাবেন।

আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন অনুমোদিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ২২ জন শ্রমিকের মাঝে ১২ লক্ষ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে। আমরা আইএলও’র ১১টি কনভেনশনের মধ্যে আটটিতে স্বাক্ষর করেছি। কর্মক্ষেত্রে নারী, লিঙ্গ বৈষম্য এবং হয়রানী বন্ধে আমরা কাজ করছি।

তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের শ্রম আইনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। শ্রমিকদের ন্যায্যতা প্রাপ্তিতে আমরা কাজ করছি। তবে কর্মক্ষেত্রে মালিক এবং শ্রমিকদের সম্পর্ক হওয়া উচিৎ পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধাবোধের। কর্ম পরিবেশ বিনষ্টকারী কোন কর্মকান্ড করা উচিৎ নয়।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজেরিয়ার বিমান হামলায় নিহত ৩৫
ইসরাইলের সাথে যুক্ত ৬ সন্ত্রাসীকে হত্যা করেছে ইরান
গাজায় জিম্মিদের মুক্তির জন্য রাজনৈতিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী
রপ্তানি ও আয় বেড়েছে হিলি বন্দরে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
হাসিনার আমলের গুম-খুন মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৬ অক্টোবর
সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা
খুবিতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 
নতুন দল নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে: হেলেন জেরিন খান
সিরাজগঞ্জে দুদকের ১৮১তম গণশুনানি শুরু
১০