দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:১৫ আপডেট: : ০৪ আগস্ট ২০২৫, ১২:১৭
প্রতীকী ছবি

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এর পাশাপাশি সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। 
এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় অবস্থান করছে।

গতকাল (রোববার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে টাঙ্গাইল, বাঘাবাড়ী ও কুমারখালীতে ৩৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বগুড়ায় ১১৯ মিলিমিটার বা মিমি।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩০ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁর রাজপথে নেমেছিল মানুষের ঢল
ভোলায় পুলিশের গুলিতে নিহত হন ছাতার কারিগর মো. জসিম উদ্দিন 
পিরোজপুরে বিআরটিএর গণশুনানি অনুষ্ঠিত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের কাছে ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাগণের সাহায্যের আহ্বান
জুলাই শহীদদের স্মরণে সুনামগঞ্জে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচি 
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু
সংসদের দক্ষিণ প্লাজায় কাল উপস্থাপিত হবে জুলাই ঘোষণাপত্র
ছাত্র হত্যা মামলায় গ্রেফতার ইনু, মেনন ও পলক
৫ আগস্ট/৩৬ জুলাই : প্রবল গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ
বিএনপি নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন তারেক রহমান
১০