বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের সুইফট সচেতনতা সেমিনার

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:৪১
সোমবার বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সুইফট সচেতনতা সেমিনার অনুষ্ঠিত। ছবি: বাসস

বগুড়া, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সুইফট সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের আয়োজনে হোটেল মম ইন-এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ব্যাংক এশিয়া পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি ও ওয়ান ব্যাংক পিএলসি সহযোগিতা করে। 

বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের নির্দেশনার আলোকে আয়োজিত এ সেমিনারের উদ্দেশ্য ছিল বগুড়া অঞ্চলের ব্যাংক কর্মকর্তাদের সুইফট সচেতনতা বিষয়ে অবহিত ও দক্ষ করে তোলা। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন। তিনি উদ্বোধনী বক্তব্যে ব্যাংকিং খাতে নিরাপদ ও দক্ষ আর্থিক লেনদেনে সুইফট ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইফটের নিরাপত্তা, কার্যপ্রণালী ও ব্যবহার বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বগুড়া অঞ্চলের বিভিন্ন ব্যাংকের প্রায় তিন শতাধিক কর্মকর্তা, আঞ্চলিক প্রধান এবং আয়োজক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা অংশ নেন।

সেমিনারে অংশগ্রহণকারীদের সঙ্গে সুইফট বিষয়ক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
দুধ আমদানি কমাতে সারাদেশে চিলিং পয়েন্ট স্থাপন করা হবে : ফরিদা আখতার
ভারতে হাসিনা-এস আলম গ্রুপের প্রধানের বৈঠক নিয়ে বিএনপির উদ্বেগ 
বাণিজ্য ঘাটতি কমাতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা
ইজি বাইকে পূর্ণ যাত্রী বহন করলে যানজট কমবে, বিদ্যুৎ সাশ্রয় হবে : গবেষণা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলার
১০