বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের সুইফট সচেতনতা সেমিনার

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:৪১
সোমবার বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সুইফট সচেতনতা সেমিনার অনুষ্ঠিত। ছবি: বাসস

বগুড়া, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সুইফট সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের আয়োজনে হোটেল মম ইন-এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ব্যাংক এশিয়া পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি ও ওয়ান ব্যাংক পিএলসি সহযোগিতা করে। 

বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের নির্দেশনার আলোকে আয়োজিত এ সেমিনারের উদ্দেশ্য ছিল বগুড়া অঞ্চলের ব্যাংক কর্মকর্তাদের সুইফট সচেতনতা বিষয়ে অবহিত ও দক্ষ করে তোলা। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন। তিনি উদ্বোধনী বক্তব্যে ব্যাংকিং খাতে নিরাপদ ও দক্ষ আর্থিক লেনদেনে সুইফট ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইফটের নিরাপত্তা, কার্যপ্রণালী ও ব্যবহার বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বগুড়া অঞ্চলের বিভিন্ন ব্যাংকের প্রায় তিন শতাধিক কর্মকর্তা, আঞ্চলিক প্রধান এবং আয়োজক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা অংশ নেন।

সেমিনারে অংশগ্রহণকারীদের সঙ্গে সুইফট বিষয়ক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাট জেলা প্রশাসক কাপ ফুটবলে চ্যাম্পিয়ন পৌরসভা দলকে সংবর্ধনা প্রদান
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (মাস্টার্স) পরীক্ষা শুরু
কক্সবাজার সংলাপের সুপারিশ নিউইয়র্ক রোহিঙ্গা সম্মেলনে উপস্থাপন করা হবে: পররাষ্ট্র সচিব
বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজের সূচী ঘোষণা করেছে আফগানিস্তান
নির্ধারিত স্থান ছাড়া পোস্টার লাগালে বাণিজ্যিক রেটে জরিমানা : ডিএনসিসি প্রশাসক
টাঙ্গাইলে স্কুলশিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 
পিঠের ইনজুরিতে এক বছরের জন্য মাঠের বাইরে অস্ট্রেলিয়ান পেসার মরিস
ঢাবিতে জীবপ্রযুক্তির উন্নয়ন শীর্ষক সভা
কক্সবাজারে মাদকবিরোধী টাস্কফোর্সের যাত্রা শুরু
শব্দ ও বায়ুদূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
১০