পার্বত্য চট্টগ্রামে মানুষের জীবনমান উন্নয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: পার্বত্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:৫১
শনিবার খাগড়াছড়ির যাদুরাম পাড়ায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি

খাগড়াছড়ি, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সরকার পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন এবং বেকারত্ব হ্রাসে লাইভলিহুড ডেভেলপমেন্ট বা টেকসই জীবিকা উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলের মানুষ যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।’

শনিবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার যাদুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলধারা ব্যবস্থাপনা প্রকল্প’- এর আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার কমলছড়ি ইউনিয়নের সাতটি পাড়ার কৃষকদের মাঝে ১৬টি পাওয়ার টিলার, ৭টি ১২ এইচপি ক্ষমতার পাওয়ার পাম্প এবং ৪ এইচপি ক্ষমতার আরও কয়েকটি পাম্প বিনামূল্যে বিতরণ করা হয়।

পাহাড়ি কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণকে একটি যুগান্তকারী পদক্ষেপ আখ্যায়িত করে উপদেষ্টা বলেন, ‘এই যন্ত্রপাতি বিতরণ কোনো দান নয়, বরং এটি রাষ্ট্রের প্রতি আপনাদের অবদানের স্বীকৃতি ও উন্নয়ন প্রক্রিয়ার অংশীদারিত্বের প্রকাশ। সরকারের এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং বেকারত্ব হ্রাসে সহায়ক হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার পাহাড় ও সমতলের জনগণের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। যে সরকারই ভবিষ্যতে ক্ষমতায় আসুক, আপনাদের পাশে তাদের থাকতেই হবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামালছড়ি ক্লাস্টার ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পাক্রই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলধারা ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক পবন কুমার চাকমা, জেলা পরিষদের নির্বাহী পরিচালক মো. আব্দুল্লাহ আল মাহফুজ এবং জেলা পরিষদের অন্যান্য সদস্য।

প্রকল্পটি বাস্তবায়নে প্রধান দায়িত্বে রয়েছে চট্টগ্রাম হিল ট্র্যাক্টস আঞ্চলিক পরিষদ এবং সহ-বাস্তবায়নকারী হিসেবে কাজ করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁর রাজপথে নেমেছিল মানুষের ঢল
ভোলায় পুলিশের গুলিতে নিহত হন ছাতার কারিগর মো. জসিম উদ্দিন 
পিরোজপুরে বিআরটিএর গণশুনানি অনুষ্ঠিত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের কাছে ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাগণের সাহায্যের আহ্বান
জুলাই শহীদদের স্মরণে সুনামগঞ্জে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচি 
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু
সংসদের দক্ষিণ প্লাজায় কাল উপস্থাপিত হবে জুলাই ঘোষণাপত্র
ছাত্র হত্যা মামলায় গ্রেফতার ইনু, মেনন ও পলক
৫ আগস্ট/৩৬ জুলাই : প্রবল গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ
বিএনপি নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন তারেক রহমান
১০