নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৫:০৮
সবুজ বাংলাদেশ গড়ি’ নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। ছবি : বাসস

নওগাঁ, ৪ আগষ্ট, ২০২৫ (বাসস) : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জেলায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের নওজোয়ান মাঠে ফিতা কেটে ও ফেষ্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এর আগে শহরের এটিম মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে নওজোয়ান মাঠে এসে শেষ হয়। জেলা বন বিভাগ ও জেলা প্রশাসন এই বৃক্ষ মেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন, সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামান, নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

পরে অতিথিরা মেলার স্টল গুলো ঘুরে দেখেন। এবারে মেলায় ফলজ, বনজ, ভেষজ এবং বাহারি ফুলের চারার সমাহার নিয়ে ৪০টির বেশি স্টল অংশগ্রহণ করেছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৩০
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পঞ্চম দিনে আপিল শুনানি চলছে
‘তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প
আজ নেদারল্যান্ডসে ডানপন্থার শক্তি যাচাইয়ে ভোট হচ্ছে 
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
গাজায় ইসরাইলের হামলায় ২২ শিশুসহ নিহত ৫০
টাঙ্গাইলে ছাত্রদল নেতা শহীদ আব্দুর রউফের স্মরণসভা
আমাজনের পার্সেল কমায়  ৪৮ হাজার কর্মী ছাঁটাই ইউপিএসের
পটুয়াখালীতে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্রাজিলে মাদক বিরোধী অভিযানে নিহত ৬৪ 
১০