জুলাই শহীদদের স্মরণে সুনামগঞ্জে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচি 

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৫:১৩
আজ জুলাই শহীদদের স্মরণে সুনামগঞ্জে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচি । ছবি : বাসস

সুনামগঞ্জ, ৪ আগস্ট, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণ-তরুণীদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ।

এর অংশ হিসেবে জুলাই শহীদদের স্মরণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে সুনামগঞ্জ জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে রোববার মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এ সময় জেলা প্রশাসক বলেন, তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এ কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। 

অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আয়াতুল্লাহ ইসলামের বাবা মো. সিরাজুল ইসলাম, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলকে শাস্তি দেওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর
ভারতের ভিডিওকে আওয়ামী লীগের ওপর নির্যাতন বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ
সুন্দরবনে সাঁতার কাটতে নেমে নিখোঁজ মাহিদের মরদেহ ‎৩০ ঘণ্টা পর উদ্ধার
অসুস্থ হেফাজত নেতা ফারুকীর সাথে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল
ফ্রান্সে জালিয়াতির তদন্তের সম্মুখীন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী
দুর্গাপূজা উপলক্ষে মেলান্দহ বিএনপির মতবিনিময়
কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : বিএনপি মহাসচিব
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
১০