জুলাই শহীদদের স্মরণে সুনামগঞ্জে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচি 

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৫:১৩
আজ জুলাই শহীদদের স্মরণে সুনামগঞ্জে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচি । ছবি : বাসস

সুনামগঞ্জ, ৪ আগস্ট, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণ-তরুণীদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ।

এর অংশ হিসেবে জুলাই শহীদদের স্মরণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে সুনামগঞ্জ জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে রোববার মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এ সময় জেলা প্রশাসক বলেন, তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এ কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। 

অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আয়াতুল্লাহ ইসলামের বাবা মো. সিরাজুল ইসলাম, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৩০
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পঞ্চম দিনে আপিল শুনানি চলছে
‘তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প
আজ নেদারল্যান্ডসে ডানপন্থার শক্তি যাচাইয়ে ভোট হচ্ছে 
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
গাজায় ইসরাইলের হামলায় ২২ শিশুসহ নিহত ৫০
টাঙ্গাইলে ছাত্রদল নেতা শহীদ আব্দুর রউফের স্মরণসভা
আমাজনের পার্সেল কমায়  ৪৮ হাজার কর্মী ছাঁটাই ইউপিএসের
পটুয়াখালীতে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্রাজিলে মাদক বিরোধী অভিযানে নিহত ৬৪ 
১০