জুলাই শহীদদের স্মরণে সুনামগঞ্জে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচি 

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৫:১৩
আজ জুলাই শহীদদের স্মরণে সুনামগঞ্জে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচি । ছবি : বাসস

সুনামগঞ্জ, ৪ আগস্ট, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণ-তরুণীদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ।

এর অংশ হিসেবে জুলাই শহীদদের স্মরণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে সুনামগঞ্জ জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে রোববার মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এ সময় জেলা প্রশাসক বলেন, তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এ কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। 

অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আয়াতুল্লাহ ইসলামের বাবা মো. সিরাজুল ইসলাম, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০