পিরোজপুর, ৪ আগস্ট, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পিরোজপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণশুনানির আয়োজন করে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিআরটিএর পিরোজপুর কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ পিরোজপুরের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোবারক হোসেন। সঞ্চালনা করেন মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক ফরিদ শেখ, সার্জেন্ট খাইরুল ইসলামসহ পরিবহন মালিক-চালক প্রতিনিধি ও সেবাগ্রহীতারা।
সভাপতির বক্তব্যে মোবারক হোসেন বলেন, আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরবেন। আমাদের দায়িত্ব হলো সেসব সমস্যা সমাধান করা ও সেবাকে আরো সহজ ও গ্রাহকবান্ধব করা।
তিনি আরও জানান, বিআরটিএ-র আওতায় রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও পরীক্ষা গ্রহণসহ মোটরযান সংক্রান্ত সকল সেবা নিয়মিতভাবে পিরোজপুর কার্যালয় থেকে প্রদান করা হচ্ছে।