চট্টগ্রাম, ৪ আগস্ট, ২০২৫ (বাসস): দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে সাড়ে ১৩ কেজি ওজনের একটি মৃত মৃগেল মা মাছ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের শাহ মাদারী হ্যাচারি এলাকার নদীর পাড় থেকে মাছটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা নদীতে মাছটিকে ভাসতে দেখে নৌ পুলিশের অস্থায়ী ফাঁড়িকে খবর দেন। পরে নৌ পুলিশ ফাঁড়ির এএসআই রমজান আলী ও নদী পাহারাদারদের সহযোগিতায় মাছটি উদ্ধার করে ক্যাম্পে নেওয়া হয়।
মৃত মৃগেল মাছটির দৈর্ঘ্য ছিল ৪২ ইঞ্চি এবং প্রস্থ ১৮ ইঞ্চি।
উপজেলার অতিরিক্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরামর্শ অনুযায়ী মাছটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
হালদা গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে মোট ৬টি মৃত মা মাছ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মে মাসে ২টি কাতলা ও ১টি মৃগেল, জুনে ২টি কাতলা এবং আজকের ১টি মৃগেল।
তিনি আরও বলেন, বর্তমানে হালদা নদী কার্যত অরক্ষিত। বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জাল ও বড়শি দিয়ে মাছ ধরা, এমনকি শাখা খালগুলোতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হচ্ছে। যার ফলে মা মাছ মারা যাচ্ছে।
এই অবস্থার পরিবর্তনে তিনি নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের তৎপরতা আরও বাড়ানো এবং নিয়মিত অভিযান পরিচালনার পরামর্শ দেন।