জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৭:৩৫
তারুণ্যের আইডিয়ায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা। ছবি : বাসস

জয়পুরহাট, ৪ আগস্ট ২০২৫ (বাসস) : তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ মেলা হয়। জেলা পরিষদের সহযোগিতায় মেলার আয়োজন করে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসিম, সহকারী পুলিশ সুপার আমির হামজা, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন। 

আরও বক্তব্য দেন জয়পুরহাট আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও বিডি ক্লিনের জেলা সমন্বয়ক রাকিবুল হাসান।

মেলায় নিজেদের নানা প্রতিভা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এছাড়া একটি স্টলে প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বর্তমান যুগের সঙ্গে প্রতিবন্ধীদের এগিয়ে নিতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা।

মেলা শেষে প্রতিবন্ধীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে ৪ শতাধিক প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশু অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাদের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক 
মথ ডালকে মুগ ডাল হিসেবে বিক্রি: স্বাস্থ্যগত ঝুঁকি
নড়াইলে এনপিপির শোভাযাত্রা ও পথসভা
দিনাজপুরে পরিবেশ দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার
রাজাপ্রেমী ট্রাম্পকে দক্ষিণ কোরিয়ার রাজাদের সোনার মুকুট উপহার
যুবদলের উদ্যোগে ফেনীর ৫০০ শ্রমজীবী মানুষকে ১ টাকায় নিত্যপণ্য
লালমনিরহাটে দিন দিন কমছে দেশীয় মাছ 
‘জেন জি’ উত্যক্তকারীদের ভাষা বুঝতে এআই টুল বানাচ্ছে অস্ট্রেলীয় পুলিশ
নড়াইলে বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন ৫ হাজারের বেশি কৃষক
যুক্তরাজ্য সফর সংক্রান্ত সরকারি চিঠির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিডা
১০