সিরাজগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল 

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৭:৫০
আজ সিরাজগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল । ছবি : বাসস

সিরাজগঞ্জ, ৪ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ রঞ্জু, লতিফ, সুমন, আলিম, রশীদ-সহ সকল শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বাদ জোহর জেলা শহরের ঐতিহ্যবাহী বড়বাজার মেছুয়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র এডভোকেট মোকাদ্দেস আলী।

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এসময় জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শফিউল আলম ডলার, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, নির্বাহী সদস্য মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাইবুল হাসান প্রমুখসহ  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র এডভোকেট মোকাদ্দেস আলী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার এক সাহসী প্রয়াস। শহীদরা তাদের প্রাণ দিয়ে প্রমাণ করে গেছেন যে, দেশ ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করাও একটি মহান দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে অংশগ্রহণকারীরা শহীদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপি’র দুই সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ-২ আসনের মরহুম মির্জা মোরাদুজ্জামান এবং সিরাজগঞ্জ-৩ আসনের মরহুম আব্দুল মান্নান তালুকদারের জন্য দোয়া করেন। মোনাজাত পরিচালনা করেন মেছুয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নালায় পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে রিট 
দ্রোহের মিছিলে সিলেটের গ্রামীণ জনপদ, দিনভর সংঘর্ষ ও গুলিতে নিহত ৬
স্ত্রীসহ সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম বন্দরের জরুরি সতর্কতা: খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট 
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত: তথ্য উপদেষ্টা
জুলাই আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছিল পাহাড়েও
আমার শহরে জুলাই অভ্যুত্থান / লক্ষ্মীপুরে ৪ আগস্ট চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত
ইসলামী ব্যাংকের এমডি হলেন ওমর ফারুক খান
ব্রাজিলে গত ২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান 
সরকারি বিভিন্ন সেবা ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
১০