সিরাজগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল 

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৭:৫০
আজ সিরাজগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল । ছবি : বাসস

সিরাজগঞ্জ, ৪ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ রঞ্জু, লতিফ, সুমন, আলিম, রশীদ-সহ সকল শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বাদ জোহর জেলা শহরের ঐতিহ্যবাহী বড়বাজার মেছুয়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র এডভোকেট মোকাদ্দেস আলী।

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এসময় জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শফিউল আলম ডলার, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, নির্বাহী সদস্য মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাইবুল হাসান প্রমুখসহ  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র এডভোকেট মোকাদ্দেস আলী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার এক সাহসী প্রয়াস। শহীদরা তাদের প্রাণ দিয়ে প্রমাণ করে গেছেন যে, দেশ ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করাও একটি মহান দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে অংশগ্রহণকারীরা শহীদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপি’র দুই সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ-২ আসনের মরহুম মির্জা মোরাদুজ্জামান এবং সিরাজগঞ্জ-৩ আসনের মরহুম আব্দুল মান্নান তালুকদারের জন্য দোয়া করেন। মোনাজাত পরিচালনা করেন মেছুয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ইসরাইলি হামলা জোরদার, নিহত অর্ধশত
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার মহড়া ‘খারাপ পরিণতি’ বয়ে আনবে : উত্তর কোরিয়া
ফরিদা পারভীনের দাফন হবে কুষ্টিয়ায়
নাইজেরিয়ায় ১৮ নারী ও শিশুকে অপহরণ
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
মুন্সীগঞ্জে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক ২
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুজন আটক
মাগুরায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত
ইন্দোনেশিয়ার ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ বহিষ্কার
১০