জুলাই বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৮:৪২
আজ সোমবার জুলাই বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি। ছবি : বাসস

নওগাঁ, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সম্ভাব্য রক্তদাতাদের তথ্য সংগ্রহ করে ডাটাবেজ প্রস্তুত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার শহরের মুক্তির মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নওগাঁ ব্লাড সার্কেলের সহযোগিতায় কর্মসূচি সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সাদনান সাকিব, জাহানে মোতায়েন যুক্ত, রাজন, ফজলে রাব্বী, আব্দুল মোমিন, আরমান। এছাড়া নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান, রাহাদ হাসান আকাশ, রাসেল, রাফি, শাহনেওয়াজ রক্সিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে রক্তদানের বিষয়ে সচেতন করা এবং জরুরী সময়ের জন্য কার্যকর রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহানে মোতায়েন যুক্ত বলেন, শুধু প্রতিবাদ নয়, মানবিক কাজে সক্রিয় ভূমিকা রাখার মধ্য দিয়েই একটি প্রগতিশীল ছাত্র আন্দোলনের আদর্শ প্রতিষ্ঠিত হয়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, আমাদের সমাজে অনেকেই রক্ত দিতে চান, কিন্তু সঠিক তথ্য ও সংযোগের অভাবে অনেক সময় তা সম্ভব হয় না। এ ধরনের ডাটাবেজ তৈরির মাধ্যমে আমরা রক্তদানের একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নালায় পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে রিট 
দ্রোহের মিছিলে সিলেটের গ্রামীণ জনপদ, দিনভর সংঘর্ষ ও গুলিতে নিহত ৬
স্ত্রীসহ সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম বন্দরের জরুরি সতর্কতা: খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট 
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত: তথ্য উপদেষ্টা
জুলাই আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছিল পাহাড়েও
আমার শহরে জুলাই অভ্যুত্থান / লক্ষ্মীপুরে ৪ আগস্ট চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত
ইসলামী ব্যাংকের এমডি হলেন ওমর ফারুক খান
ব্রাজিলে গত ২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান 
সরকারি বিভিন্ন সেবা ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
১০