জুলাই বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৮:৪২
আজ সোমবার জুলাই বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি। ছবি : বাসস

নওগাঁ, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সম্ভাব্য রক্তদাতাদের তথ্য সংগ্রহ করে ডাটাবেজ প্রস্তুত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার শহরের মুক্তির মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নওগাঁ ব্লাড সার্কেলের সহযোগিতায় কর্মসূচি সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সাদনান সাকিব, জাহানে মোতায়েন যুক্ত, রাজন, ফজলে রাব্বী, আব্দুল মোমিন, আরমান। এছাড়া নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান, রাহাদ হাসান আকাশ, রাসেল, রাফি, শাহনেওয়াজ রক্সিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে রক্তদানের বিষয়ে সচেতন করা এবং জরুরী সময়ের জন্য কার্যকর রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহানে মোতায়েন যুক্ত বলেন, শুধু প্রতিবাদ নয়, মানবিক কাজে সক্রিয় ভূমিকা রাখার মধ্য দিয়েই একটি প্রগতিশীল ছাত্র আন্দোলনের আদর্শ প্রতিষ্ঠিত হয়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, আমাদের সমাজে অনেকেই রক্ত দিতে চান, কিন্তু সঠিক তথ্য ও সংযোগের অভাবে অনেক সময় তা সম্ভব হয় না। এ ধরনের ডাটাবেজ তৈরির মাধ্যমে আমরা রক্তদানের একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০