শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৯:৪৮
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ এবং ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থাকে উভয়ের সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন শিক্ষা উপদেষ্টা।

উভয় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে দুজনের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে ফিলিস্তিনের ছাত্রছাত্রীদের বাংলাদেশে লেখাপড়া করার সুযোগ প্রদান করেছে এ জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূত শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারকে ধন্যবাদ জানান।

ফিলিস্তিনের শিক্ষা বিস্তারে বাংলাদেশের অবদানকে তারা বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বাংলাদেশের এ সহযোগিতার জন্য ফিলিস্তিনের বর্তমান শিক্ষামন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন।

বর্তমানে গাজায় যে সংকট চলছে এ সংকটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশ থেকে শিক্ষা অর্জন করে ৪১ জন চিকিৎসক গাজায় আহতদের চিকিৎসা সেবা প্রদান করছেন এ জন্য ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ।

বাংলাদেশের এ অবদানকে স্মরণীয় হিসেবে রাখবেন বলে মন্তব্য করেছেন তিনি। যখন ফিলিস্তিন মুক্ত  হবে তখন তারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের ফিলিস্তিনে পড়াশুনার সুযোগ করে দেওয়ার মাধ্যমে এ অবদানের  পরিপূরক হিসেবে বাংলাদেশের এ ঋণ পরিশোধের চেষ্টা করবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে ৮৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক
মাছ ধরার নৌযান আটক করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ভেনেজুয়েলা
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আগে ন্যাটোকে রুশ তেল কেনা বন্ধের দাবি ট্রাম্পের
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
মেক্সিকো সিটিতে গ্যাসবাহী ট্রাক বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩
মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
বিদেশি শান্তি পরিকল্পনা থেকে সরে দাঁড়াল সুদান সরকার
ভোলা উপকূলে জেলেদের জালের জীবন জলে বন্দী
সুদের হার কমানোর পথে ফেড, রাজনৈতিক উত্তেজনা বাড়ছে
১০