অন্তর্বর্তী সরকারের এক বছরে শিল্প মন্ত্রণালয়ের সংস্কার ও সাফল্য

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:৫৪

।। মো. জহির উদ্দিন বাবর।।

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশের শিল্প খাতের উন্নয়ন, প্রসার, নতুন নীতি ও কৌশল গ্রহণ এবং রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা পরিচালনার পাশাপাশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও নীতি সহায়তা দিয়ে একটি শক্তিশালী শিল্পখাত গড়ে তুলতে কাজ করছে শিল্প মন্ত্রণালয়।

১৯৭২ সালে গঠিত এ মন্ত্রণালয়টি চারটি কর্পোরেশন, ছয়টি অধিদপ্তর, দুইটি বোর্ড এবং দুইটি ফাউন্ডেশন নিয়ে কাজ করে যাচ্ছে।

বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি ২০২৪ সালের ৯ আগস্ট দায়িত্ব গ্রহণ করেছেন।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শিল্প মন্ত্রণালয় ১ মাস, ৩ মাস, ৬ মাস ও ৯ মাস মেয়াদি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

আইন, নীতি ও বিধিমালা প্রণয়নে অর্জন: আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১ এর ইংরেজি অনুবাদ করা এবং গত ১৯ মে ২০২৫ তারিখে এসআরও জারি করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ পেটেন্ট আইন ২০২৩ গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর করা হয়েছে। আয়োডিনযুক্ত লবণ বিধিমালা, ২০২৪ গত ২২ অক্টোবর ২০২৪ তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে। বয়লার বিধিমালা ২০২৫, গত ২৯ জুন তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে। এছাড়াও আরও ৩টি আইন, ২টি নীতিমালা ও ৩টি বিধিমালা প্রণয়ন, হালনাগাদকরণ এবং সংশোধন কাজ চলমান রয়েছে।

আন্তর্জাতিক সহযোগিতা : বাংলাদেশ সরকার ও কাতার সরকারের মধ্যে বিনিয়োগের পারস্পরিক প্রচার ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অনুসমর্থন প্রস্তাব উপদেষ্টা পরিষদ বৈঠকে ২২ আগস্ট ২০২৪ তারিখে অনুমোদিত হয়।

এছাড়াও, বিএসটিআই এবং রাশিয়ার ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং অ্যান্ড মেট্রোলজি (জিওএসটিআর) এর মধ্যে ‘এমওইউ ইন দ্যা ফিল্ড অব স্টান্ডারডাইজেশন’ শীর্ষক সমঝোতা স্মারক গত ১৪ জূলাই ২০২৫ তারিখে স্বাক্ষরিত হয়।

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে অর্জন: বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডের (বিএসআরবি) দাপ্তরিক কার্যক্রম ১০ এপ্রিল ২০২৫ তারিখ হতে শুরু করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে ৮টি ইয়ার্ডকে এইচকেসি কম্লাইন্স সার্টিফিকেট প্রদান করা হয়েছে এবং পূর্বে ৬টি ইয়ার্ড এইচকেসি কম্লাইন্স অর্জন করেছে। মোট ১৪টি ইয়ার্ড এইচকেসি কম্লাইন্স অর্জন করেছে। এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ২টি শিপইয়ার্ড গ্রিন ফ্যাক্টরি এওয়ার্ড ২০২৫ অর্জন করেছে।

প্রকল্প ও আরএডিপি বাস্তবায়নে অর্জন: ২০২৪-২৫ অর্থবছরে মোট ২৫টি প্রকল্পের মধ্যে বিনিয়োগ প্রকল্প ২২টি এবং কারিগরি সহায়তা প্রকল্প ৩টি।

ইউরিয়া সার উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন: দেশীয় সার কারখানায় ২০২৪-২৫ অর্থবছরে ১১ লাখ ২৩ মেট্রিক টন ইউরিয়া, ৭২ হাজার ৪ মেট্রিক টন টিএসপি, ৪৯ হাজার ৫৩২ মেট্রিক টন ডিএপি সার উৎপাদন করা হয়েছে। গত অর্থবছরে ইউরিয়া সারের উৎপাদন ছিল ৬ লাখ ৭১ হাজার মেট্রিক টন।

সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য বিভিন্ন জেলায় ৪৭টি বাফার গুদামের নির্মাণ কাজ দ্রুত সম্পন্নকরণ, বাফার গোডাউনের মধ্যে ১০টির কাজ সম্পন্ন এবং ৩টি (গোপালগঞ্জ, বরিশাল ও সুনামগঞ্জ) সাইটের নির্মাণ কাজ শুরু হয়েছে। ৩৪টি সাইটের মধ্যে ৩২টি সাইটের ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। ২টি সাইটের অধিগ্রহণ প্রক্রিয়া চলমান আছে।

চিনি উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন: ২০২৪-২৫ অর্থবছরে আখ মাড়াই মৌসুমে ৪৫ হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৬ হাজার ১৮৭ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে সর্বমোট ৮ লাখ ৪৯ হাজার ২১৯ মেট্রিক টন আখ মাড়াই সম্পন্ন হয়েছে। বিএসএফআইসি’র ৬টি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়।

এছাড়াও, ২০২৪-২৫ অর্থবছরে আখ কর্তন ও চাষে যান্ত্রিকীকরণের লক্ষ্যে ৩টি কম্বাইন্ড হারভেস্টর, ১২টি পাওয়ার টিলার ও ৫টি ডিগার মেশিন প্রদান করা হয়। এতে আখ কর্তনে ৪৬ লাখ এবং আখ রোপনে ৩০ লাখ টাকা সাশ্রয় হয়।

বিসিক কর্তৃক লবণ উৎপাদন ও ভোজ্য লবণে আয়োডিন মিশ্রণ: ২০২৪-২৫ অর্থবছরে ২২ লাখ ৫২ হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। এ অর্থবছরে ৮ লাখ ৯২ হাজার মেট্রিক টন লবণে আয়োডিন মিশ্রণ করা হয়েছে।

বিসিক কর্তৃক মধু উৎপাদন: ২০২৪-২৫ অর্থবছরে ৭ হাজার ৫০৫ মেট্রিক টন মধু উৎপাদিত হয়েছে। বিসিক কর্তৃক এ পর্যন্ত ৩১ টি মেলা এবং, ৭৮টি সাব-কন্ট্রাক্টিং সংযোগ ও ৯টি সেমিনার আয়োজন করা হয়েছে। এ পর্যন্ত ১২৬ টি প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে। বিসিক শিল্প নগরীতে ৬৭টি বন্ধ শিল্প চালুকরণে সহায়তা প্রদান করা হয়েছে।

শিল্প নিবন্ধন: ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ১২৭টি শিল্প ইউনিট নিবন্ধন করা হয়েছে। বিসিক কর্তৃক বিভিন্ন ট্রেডে মোট ১৮ হাজার ৫৭৯ জনকে প্রশিক্ষণ প্রদান এবং ১ হাজার ৮০ জন কর্মকর্তাদের ইনহাউজ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সাভারস্থ চামড়া শিল্পনগরীর সিইটিপি উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম: ইউরোপিয়ান ইউনিয়নের তত্ত্বাবধানে ড্রইং, ডিজাইনসহ ফুল অ্যাসেসমেন্টের কাজ গত মার্চ ২০২৫ থেকে শুরু করা হয়েছে। ৬টি ট্যানারিকে নিজস্ব ইটিপি স্থাপনের জন্য শিল্প মন্ত্রণালয় হতে অনুমোদন প্রদান করা হয়েছে। এর মধ্যে ২টি ট্যানারি ইটিপি স্থাপন করেছে এবং ১টি ট্যানারি (বে-সিমোনা) ক্রাস্ট টু ফিনিশড লেদার উৎপাদনে এলডব্লিউজি গোল্ড সনদ অর্জন করেছে।

ক্রোমযুক্ত কঠিন বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে জেডব্লিউ এনিমেল প্রটিন কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে এবং তারা প্রতিদিন ক্রোম শেভিং ডাস্ট তাদের ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে। কঠিন বর্জ্য রাখার জন্য ২টি পুকুর সংস্কার করা হয়েছে। এখানে ফ্লেশিং (ঝিল্লি) ফেলা হচ্ছে।

এছাড়াও কাঁচা চামড়ার কাটিং রপ্তানির লক্ষ্যে ৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন প্রদান করা হয়েছে। এগুলি থেকে গ্লু, জিলেটিন ও ক্যাপসুলের কাভার তৈরি হবে। সিইটিপি প্লান্টের সকল ইউনিটের ওভারহোলিং কাজ সম্পন্ন করা হয়েছে। এতে সিইটিপির ক্যাপাসিটি ও কার্য ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সিইটিপিতে সচল ব্লোয়ারের সংখ্যা ৪টি থেকে ১২টিতে উন্নীত করা হয়েছে।

জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক ও স্কুটার উৎপাদন ও বিপণন: গত ২২ মে ২০২৫ তারিখে এটলাস বাংলাদেশ লিমিটেড এবং গ্লোবাল ইলেকট্রিক স্কুটার ও বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেড, চীন এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আগামী নভেম্বর ২০২৫ এর মধ্যে ইলেকট্রিক বাইক বিপণন শুরু করা হবে।

শিল্পপণ্যের মান প্রণয়ন ও ভেজাল প্রতিরোধ: ২০২৪-২৫ অর্থবছরে বিএসটিআই কর্তৃক ২৭৫টি পণ্যের মান প্রণয়ন করা হয়েছে। এ পর্যন্ত মোট ৪ হাজার ৫০৫টি পণ্যের মান প্রণয়ন করা হয়েছে। ২ হাজার ৯৪৬টি পণ্যের সার্টিফিকেট মার্ক (সিএম) নতুন প্রদান করা হয়েছে এবং ৪ হাজার ৬টি মান সার্টিফিকেট নবায়ন করা হয়েছে। এছাড়াও ভেজাল প্রতিরোধে এ সময়ে মোট ১ হাজার ২২৭টি মোবাইল কোর্ট এবং ২ হাজার ২৯৬টি সার্ভিলেন্স টিম অভিযান পরিচালনা করা হয়েছে।

হালাল সার্টিফিকেট প্রদান: ২০২৪-২৫ অর্থবছরে বিএসটিআই কর্তৃক ৫৭টি পণ্যের হালাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এ পর্যন্ত মোট ১৮৩ টি পণ্যের হালাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে বলে জানায় শিল্প মন্ত্রণালয়।

দক্ষ জনশক্তি তৈরিতে বিটাকের কার্যক্রম: ২০২৪-২৫ অর্থবছরে বিটাকে বিভিন্ন বিষয়ের ৩০টি ট্রেডে মোট ৭ হাজার ৮২৪ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ১৮ কোটি ৮২ লাখ টাকার আমদানি বিকল্প যন্ত্রাংশ তৈরি করে সরবরাহ করা হয়েছে।

এছাড়াও, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানজেমেন্ট (বিআইএম) কর্তৃক দক্ষ জনবল তৈরিতে ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন বিষয়ে মোট ২ হাজার ৮০৬ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে।

মেধাস্বত্ব সংরক্ষণ: ২০২৪-২৫ অর্থবছরে ২৫টি জিআই পণ্য নিবন্ধিত হয়েছ। সর্বমোট নিবন্ধিত জিআই পণ্য ৫৬টি। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে মেধাসম্পদ বিষয়ক মোট ৩০ হাজার ৯০৩টি নথি নিস্পত্তি করা হয়েছে। এর মধ্যে পেটেন্ট ২৪৬ টি, শিল্প নকশা ৮১৯টি এবং ট্রেডমার্কস ২৯ হাজার ৮৩৮ টি।

ডিপিডিটি কর্তৃক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন: ২০২৪-২৫ অর্থবছরে ৩৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৩ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) এর অর্জন: ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৬২৩ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। ২ হাজার ৬৯৭ জন উদ্যোক্তাকে ৩০৯ কোটি ৪৯ লাক ১০ হাজার টাকা স্বল্প সূদে ঋণ প্রদান করা হয়। যার মধ্যে নারী ৬৭৪ জন্য এবং পুরুষ ২০২৩ জন।

উৎপাদনশীলতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে ১ হাজার ৮০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ডাটাবেজ নিয়মিত হালনাগাদ করা হচ্ছে, এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা থেকে মোট ৬৩ জন কর্মকর্তা উৎপাদনশীলতা বিষয়ে বৈদেশিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এছাড়াও ২০২৪-২৫ অর্থবছরে এসএমসিআইএফ কর্তৃক মোট ৩২ কোটি ৫ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ
‘জুলাই সনদ’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে : প্রধান উপদেষ্টা
সিলেটে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
‘পানিভিত্তিক অর্থনীতি’ গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা
সেরা ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান প্রধান উপদেষ্টার
 জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণী
১০