‘জুলাই ৩৬’ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপক কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৪:০১

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আজ ‘জুলাই ৩৬’ উদযাপনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

ঢাকার মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান (যার মধ্যে কনসার্ট অন্যতম) আয়োজন করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানগুলো পরিচালনা করছে।

দিনের অনুষ্ঠানসূচি প্রকাশ করে সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, সকাল ১১টা ২০ মিনিটে ইসলামী সংগীত দল সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনা, ১১টা ৪০ মিনিটে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনা রয়েছে। এরপর দুপুর ১২টা ৫ মিনিটে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম এবং ১২টা ৩০ মিনিটে সংগীত পরিবেশনে রয়েছে তাশফি।

যোহরের নামাজের পর পরিবেশনা করবে চট্টগ্রাম হিপ হপ হুড, শেজান ও শুন্য ব্যান্ড। এরপর বিকেল ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়নের মুহূর্ত’ উদযাপন করা হবে।

এরপর কনসার্ট আবার শুরু হবে। বিকেল ২টা ৪০ মিনিটে পরিবেশন করবেন শায়ান, বিকেল ৩টায় এথুন বাবু ও মৌসুমী, ৩টা ৩০ মিনিটে সোলস এবং ৪টায় পরিবেশন করবে ওয়ারফেজ।

আসর নামাজের জন্য বিরতি থাকবে বিকেল ৪টা ৪৫ মিনিটে।

এরপর অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক ‘জুলাই ঘোষণা’ পাঠ করবেন।

পরে ৫টা ৩০ মিনিটে পরিবেশনায় থাকবে বেসিক গিটার লার্নিং স্কুল। ৫টা ৫০ মিনিটে স্টেজে আসবে এফ মাইনর এবং ৬টা ১৫ মিনিটে পরিবেশন করবে পারশা। মাগরিব নামাজের বিরতির জন্য ৬টা ৫০ মিনিটে অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ থাকবে।

সন্ধ্যা ৭টায় সংগীত পরিবেশন করবেন এলিটা করিম। ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত ড্রোনের মাধ্যমে বিশেষ নাটক ‘ডু ইউ মিস মি’ প্রদর্শিত হবে। এরপর থাকবে ড্রোন শো। এছাড়াও জনপ্রিয় ব্যান্ড আর্টসেল সংগীত পরিবেশন করবে।

এসব ছাড়াও আরও বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা চেয়ারম্যানের সঙ্গে বিএসআইএ প্রতিনিধিদলের বৈঠক
আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ল আরও ১দিন 
তানজিদ-তানজিম-জাকেরের উন্নতি; শীর্ষে বরুণ
দিনাজপুরে নাশকতা মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জনকে জেলহাজতে প্রেরণ
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়নি 
গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪১, চিকুনগুনিয়ায় ১৮ জন
মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ভূমি সচিব
আন্দোলনের ডাক আলোচনার টেবিলকে অসম্মান করা: খসরু
১০