বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সমর্থন পুনর্ব্যক্ত করল ফ্রান্স

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৪:২০

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ফ্রান্স। 

আগস্টের ঘটনাগুলোকে এ দেশের গণতান্ত্রিক যাত্রার এক মোড় হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স।

ঢাকায় ফ্রান্সের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পাতায় এক বিবৃতিতে জানায়, “আজকের দিনটি ২০২৪ সালের জুলাই ও আগস্টের করুণ ঘটনার স্মরণে উৎসর্গ করা হয়েছে। ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল।”

বিবৃতিতে বাংলাদেশের শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ফ্রান্সের অটুট সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়।

এই বার্তাটি এমন সময় এলো, যখন যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক অংশীদারও আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে গণতান্ত্রিক সংস্কারের জন্য অব্যাহত সমর্থন জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা চেয়ারম্যানের সঙ্গে বিএসআইএ প্রতিনিধিদলের বৈঠক
আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ল আরও ১দিন 
তানজিদ-তানজিম-জাকেরের উন্নতি; শীর্ষে বরুণ
দিনাজপুরে নাশকতা মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জনকে জেলহাজতে প্রেরণ
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়নি 
গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪১, চিকুনগুনিয়ায় ১৮ জন
মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ভূমি সচিব
আন্দোলনের ডাক আলোচনার টেবিলকে অসম্মান করা: খসরু
১০