নীলফামারীতে গণঅভ্যুত্থান দিবসে শহীদদের সমাধিতে শ্রদ্ধা 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:৩৮
আজ নীলফামারীতে গণঅভ্যুত্থান দিবসে শহীদদের সমাধিতে শ্রদ্ধা । ছবি : বাসস

নীলফামারী, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা গ্রামে শহীদ রুবেল ইসলামের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসীন।

পরে সেখানে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, জেলা বিএনপির সাবেক সভাপতি আ খ ম আলমগীর সরকার প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অপরদিকে জেলার কিশোরগঞ্জ উপজেলায় শহীদ নাঈম বাবু, সৈয়দপুর উপজেলায় শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ আবুল কালাম আজাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে স্বস্ব উপজেলা প্রশাসন।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে নীলফামারী জেলার চারজন শহীদ হলেন- সদর উপজেলার শহীদ রুবেল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলার শহীদ নাঈম বাবু, সৈয়দপুর উপজেলার শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ আবুল কালাম আজদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালে নিহতদের স্মরণে শোক প্রকাশ
২০২৬ সালে জাতিসংঘের বাজেট ১৫ শতাংশ কমানোর প্রস্তাব মহাসচিবের
কাতার হামাসকে অর্থায়ন করে, হামলা ন্যায্য : নেতানিয়াহু
১৭ বিয়ে করা আলোচিত সেই বন কর্মকর্তা বরখাস্ত
ইউরোপে জলবায়ু পরিবর্তনে গ্রীষ্মে আনুমানিক ১৬,৫০০ জনের মৃত্যু
ফেডের সিদ্ধান্তের আগে মার্কিন শেয়ারের দাম কমেছে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিমানবন্দরে ‘হয়রানির’ অভিযোগ চীনের
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান
ঢাকায় আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রদর্শনী শুরু কাল
ইয়েমেনের মানবিক সমন্বয়কারীকে এডেনে সরিয়ে নিল জাতিসংঘ
১০