নীলফামারীতে গণঅভ্যুত্থান দিবসে শহীদদের সমাধিতে শ্রদ্ধা 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:৩৮
আজ নীলফামারীতে গণঅভ্যুত্থান দিবসে শহীদদের সমাধিতে শ্রদ্ধা । ছবি : বাসস

নীলফামারী, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা গ্রামে শহীদ রুবেল ইসলামের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসীন।

পরে সেখানে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, জেলা বিএনপির সাবেক সভাপতি আ খ ম আলমগীর সরকার প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অপরদিকে জেলার কিশোরগঞ্জ উপজেলায় শহীদ নাঈম বাবু, সৈয়দপুর উপজেলায় শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ আবুল কালাম আজাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে স্বস্ব উপজেলা প্রশাসন।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে নীলফামারী জেলার চারজন শহীদ হলেন- সদর উপজেলার শহীদ রুবেল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলার শহীদ নাঈম বাবু, সৈয়দপুর উপজেলার শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ আবুল কালাম আজদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
১০