নীলফামারীতে গণঅভ্যুত্থান দিবসে শহীদদের সমাধিতে শ্রদ্ধা 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:৩৮
আজ নীলফামারীতে গণঅভ্যুত্থান দিবসে শহীদদের সমাধিতে শ্রদ্ধা । ছবি : বাসস

নীলফামারী, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা গ্রামে শহীদ রুবেল ইসলামের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসীন।

পরে সেখানে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, জেলা বিএনপির সাবেক সভাপতি আ খ ম আলমগীর সরকার প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অপরদিকে জেলার কিশোরগঞ্জ উপজেলায় শহীদ নাঈম বাবু, সৈয়দপুর উপজেলায় শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ আবুল কালাম আজাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে স্বস্ব উপজেলা প্রশাসন।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে নীলফামারী জেলার চারজন শহীদ হলেন- সদর উপজেলার শহীদ রুবেল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলার শহীদ নাঈম বাবু, সৈয়দপুর উপজেলার শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ আবুল কালাম আজদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
চাঁদপুরের প্রতিভাবান ‘ক্ষুদে মেসি’ সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান 
চাঁদপুরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হাজার ৬২২
অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ
বারি উদ্ভাবিত নতুন জাতে ২৫% পতিত জমি চাষে সহায়ক হবে : বলছেন বিশেষজ্ঞরা
অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিতর্কিত কীটনাশক বিল নিয়ে রায়ের অপেক্ষায় ফ্রান্স
‘রুশ বিরোধী প্রচারণার’ অভিযোগে ইতালীয় কূটনীতিককে তলব
এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে: ইসি
১০