নীলফামারীতে গণঅভ্যুত্থান দিবসে শহীদদের সমাধিতে শ্রদ্ধা 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:৩৮
আজ নীলফামারীতে গণঅভ্যুত্থান দিবসে শহীদদের সমাধিতে শ্রদ্ধা । ছবি : বাসস

নীলফামারী, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা গ্রামে শহীদ রুবেল ইসলামের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসীন।

পরে সেখানে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, জেলা বিএনপির সাবেক সভাপতি আ খ ম আলমগীর সরকার প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অপরদিকে জেলার কিশোরগঞ্জ উপজেলায় শহীদ নাঈম বাবু, সৈয়দপুর উপজেলায় শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ আবুল কালাম আজাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে স্বস্ব উপজেলা প্রশাসন।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে নীলফামারী জেলার চারজন শহীদ হলেন- সদর উপজেলার শহীদ রুবেল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলার শহীদ নাঈম বাবু, সৈয়দপুর উপজেলার শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ আবুল কালাম আজদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০