জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:৫০
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত। ছবি : বাসস

জয়পুরহাট, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে গৌরবময় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহরের নতুনহাট এলাকায় শহীদ মেহেদী হাসানের কবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। 

পরে একে একে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মেহেদীসহ সকল জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 

এরপর বেলা সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন, পথ শিশুদের মধ্যে পোশাক বিতরণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। অনুষ্ঠানে আরও ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার মোহাম্মদ রায়হান।

আরও ছিলেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহাঃ সবুর আলী, সিভিল সার্জন ডা: আল মামুন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
১০