জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:৫০
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত। ছবি : বাসস

জয়পুরহাট, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে গৌরবময় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহরের নতুনহাট এলাকায় শহীদ মেহেদী হাসানের কবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। 

পরে একে একে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মেহেদীসহ সকল জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 

এরপর বেলা সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন, পথ শিশুদের মধ্যে পোশাক বিতরণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। অনুষ্ঠানে আরও ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার মোহাম্মদ রায়হান।

আরও ছিলেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহাঃ সবুর আলী, সিভিল সার্জন ডা: আল মামুন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালে নিহতদের স্মরণে শোক প্রকাশ
২০২৬ সালে জাতিসংঘের বাজেট ১৫ শতাংশ কমানোর প্রস্তাব মহাসচিবের
কাতার হামাসকে অর্থায়ন করে, হামলা ন্যায্য : নেতানিয়াহু
১৭ বিয়ে করা আলোচিত সেই বন কর্মকর্তা বরখাস্ত
ইউরোপে জলবায়ু পরিবর্তনে গ্রীষ্মে আনুমানিক ১৬,৫০০ জনের মৃত্যু
ফেডের সিদ্ধান্তের আগে মার্কিন শেয়ারের দাম কমেছে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিমানবন্দরে ‘হয়রানির’ অভিযোগ চীনের
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান
ঢাকায় আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রদর্শনী শুরু কাল
ইয়েমেনের মানবিক সমন্বয়কারীকে এডেনে সরিয়ে নিল জাতিসংঘ
১০