ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের সমাবেশ

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৮:১১
মঙ্গলবার ’২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। 

এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত জুলাই আন্দোলনের যোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "জুলাই গণঅভ্যুত্থান ছিল অন্যায়, দুর্নীতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক জনজাগরণ, যা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হয়।

তৎকালীন সময়ে ছাত্রজনতার সাহসী ভূমিকা এই আন্দোলনকে শক্ত ভিত দিয়েছিল।

তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে এই আন্দোলনের ইতিহাস জানাতে হবে, যাতে তারা গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে সচেতন ও দৃঢ়চিত্ত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০