রাঙ্গামাটিতে টানা বৃষ্টিতে সাজেকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:০৮
ছবি : বাসস

রাঙ্গামাটি, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে রাঙ্গামাটির সাজেক সড়কের মাচালং বাজার সড়ক পানিতে ডুবে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে আটকে পড়েছেন অনেক পর্যটক।

আজ মঙ্গলবার সকাল থেকে সাজেক মাচালং বাজার সংলগ্ন সড়কে অতি বৃষ্টির কারনে মাচালং নদীর পানি বেড়ে থেকে সাজেকের সাথে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

তবে এ ঘটনায় স্থানীয়রা বিকল্প উপায়ে সাজেকে আটকেপড়া পর্যটকদের পারাপারের জন্য কাজ করছেন।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে রাঙ্গামাটির সাজেক সড়কের মাচালং বাজার সড়ক পানিতে ডুবে গেছে। এতে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং সেখানে অনেক পর্যটক আটকে পড়েছেন। 

তিনি জানান, আটকেপড়াদের অনেকে বাঁশের ভেলায় বা নৌকার মাধ্যমে পারাপার হচ্ছেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি উল্লেখ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০