যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:০৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদ্‌যাপন করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

২৪’র ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্‌যাপন করা হয়। স্বৈরাচারী শাসন থেকে মুক্তি এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনকে স্মরণ করতে এই কর্মসূচির আয়োজন করে গৃহায়ন কর্তৃপক্ষ। 

দিবসটি উপলক্ষে সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে ঢাকার শাহবাগে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর, বিকেলে সেগুনবাগিচায় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহমান তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) আলমগীর হুছাইন। 

আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা ও স্মৃতিচারণের পাশাপাশি ‘জুলাই ৩৬’ নিয়ে কবিতা আবৃত্তি ও একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত ও জুলাই আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন  করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডিকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিজয় মিছিল
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে : মাসুদ সাঈদী
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ
‘জুলাই সনদ’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে : প্রধান উপদেষ্টা
সিলেটে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
১০