যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:০৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদ্‌যাপন করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

২৪’র ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্‌যাপন করা হয়। স্বৈরাচারী শাসন থেকে মুক্তি এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনকে স্মরণ করতে এই কর্মসূচির আয়োজন করে গৃহায়ন কর্তৃপক্ষ। 

দিবসটি উপলক্ষে সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে ঢাকার শাহবাগে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর, বিকেলে সেগুনবাগিচায় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহমান তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) আলমগীর হুছাইন। 

আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা ও স্মৃতিচারণের পাশাপাশি ‘জুলাই ৩৬’ নিয়ে কবিতা আবৃত্তি ও একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত ও জুলাই আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন  করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে নদীতে পানি বাড়ছে 
চাকসু নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ ১০৬৩টি, জমার শেষ দিন আজ
মোদিকে জন্মদিনের অভিনন্দন জানালেন ট্রাম্প
সাতক্ষীরায় বিশ্বকর্মা ও মনসা পূজা অনুষ্ঠিত 
দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে পুলিশের মতবিনিময়
বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে
সীমানা পেরিয়ে কুমিল্লার কচুর লতি যাচ্ছে বিদেশে
দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটিতে প্রস্তুতিমূলক সভা
হবিগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত
১০