সন্দ্বীপে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:১৭

চট্টগ্রাম, ৫ আগস্ট ২০২৫ (বাসস): চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের একটি গ্যারেজে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় সোহেলের গ্যারেজ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এসময় গ্রেপ্তার করা হয়, মো. হান্নান (৪০) ও মো. আরমানকে (২০)।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরি, ছিনতাই ও সংঘাতমূলক ঘটনার পর জনমনে আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের এই অভিযানে তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ওই এলাকায় অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত একটি ঘর থেকে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), ৭টি তাজা কার্তুজ, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও লোহার পাইপসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।’


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০