সাতক্ষীরায় গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:১৯
ছবি: বাসস

সাতক্ষীরা, ৫ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সদস্য  ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। 

এ সময় আরো উপস্থিতি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন ও সাবেক মুখপাত্র মোহিনী তাবাসচ্ছুম প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ পরিবারের ৪ জন সদস্য এবং ৯৭ জন জুলাই যোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নারীর দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়নে হরাইজন ফেস্ট উদ্বোধন
গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে আমাদের সেতুবন্ধন গড়ে তুলতে হবে: অর্থ উপদেষ্টা
সাতক্ষীরা সীমান্ত থেকে চোরাচালান পণ্য জব্দ
লালমনিরহাটে বন্যা কবলিতদের পাশে বিএনপি নেতা দুলু
ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য
পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের 
নীলফামারীতে তিস্তার বন্যা পরিস্থিতির আরও উন্নতি
তুরস্ক বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় রয়েছে: আমীর খসরু
আগামীতে বজ্রপাতের তীব্রতা আরও বাড়বে: বিশেষজ্ঞের সতর্কতা
১০