সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বিজয় র‌্যালি ও আলোচনা সভা 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:২১
ছবি: বাসস

সিরাজগঞ্জ,৫ আগস্ট ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বিজয়  র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিজয় র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

বিজয় র‌্যালি শুরুর পূর্বে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

র‌্যালিতে নেতৃত্ব ও সংক্ষিপ্ত বক্তব্য দেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. এস এম কামরুল হাসান। 

তিনি তার বক্তব্যে বলেন, ৩৬ দিনের ছাত্র জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। ছাত্রজনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়। স্বৈরাচার পালিয়ে  যেতে বাধ্য হয়। যাদের রক্তের বিনিময়ে এদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে সে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনা করছি। 

তিনি আরও বলেন, আমাদের যে সুযোগ এসেছে সকলে মিলে এদেশকে গড়তে  হবে। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত দেশ গড়ে তুলতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন, ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. এম এ লতিফ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, ডা. জুলফিকার আলি, ডা. জয়নাল আবেদীন, ডা. রাশিদা খাতুন, ডা. নাজমা ইয়াসমিন, ডা. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সি’র সঙ্গে বৈঠককে ‘বড় সফলতা’ বললেন ট্রাম্প
পানির নিচে নতুন ‘মানব আবাস’: সারা সপ্তাহ ধরে গবেষণা সম্ভব 
বগুড়ায় হাতকড়াসহ পালানো আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল গ্রেফতার
চিতলমারীতে ৮৭০জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুবুর রহমানের ইন্তেকাল
বিএনপি নেতা নাজিম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
চাঁদপুরে নয় মাসে সাপের কামড়ে অসুস্থ ৫৫৫ জন ও ৩ জনের মৃত্যু
ঝালকাঠিতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফি কমছে
১০