জয়দেবপুর রেলস্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:১৮
ছবি : সংগৃহীত

গাজীপুর, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে স্থাপন করা হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’। 

জুলাই অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধকে স্মরণে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক নাফিসা আরেফীন যাত্রীদের জন্য কর্নারটি উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, মুগ্ধ কর্নারটি গাজীপুরের সাধারণ মানুষের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে মুগ্ধের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, পুলিশ সুপার যাবের সাদেক প্রমুখ।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে ৬৯টি আইডিয়ার মধ্যে এ আইডিয়াটি চূড়ান্ত হলে গাজীপুর জেলা পরিষদ ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

একই দিন সকালে জেলার বিভিন্ন স্থানে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও বঙ্গ তাজ অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধাহতদের সম্মিলন এবং বিভিন্ন ধর্মীয় উপসালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই উত্তরার আজমপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তেও মীর মুগ্ধ বিস্কুট ও পানি বিতরণ করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভবিষ্যতে কোনো সরকার যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা
২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা
৩৬ জুলাই’র অর্জনকে ধরে রাখতে হবে: ডিএসসিসি প্রশাসক
সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে : আমীর খসরু
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সড়ক বিভাগের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল
প্রথম দিনেই ই-রিটার্ন জমা দিলেন ১০ হাজারের বেশি করদাতা: এনবিআর
নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখায় ১৭ কোম্পানিকে সম্মাননা জানিয়েছে ভিসা
বিজয়ের অপেক্ষায় নেত্রকোণার রুদ্রদের নিরন্তর ছুটে চলা
সুনামগঞ্জে গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে রাজনৈতিক দলগুলোর পৃথক কর্মসূচি 
১০