নানা আয়োজনে কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:২৭
ছবি : বাসস

কুড়িগ্রাম, ৫ আগস্ট ২০২৫ (বাসস): নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ভগিরভিটায় জুলাই শহীদ নুর আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর জুলাই শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব উপস্থিত ছিলেন।

আরও ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির আব্দুল মতিন ফারুকী, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

এরপর সকাল ১১ টায় কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের এক সম্মিলন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে জেলা ও পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত জুলাই যোদ্ধারা স্মৃতিচারণসহ বক্তব্য দেন।

এ সময় শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা শেষে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মসজিদগুলোতে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০