জয়দেবপুর রেলস্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:২৭
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়দেবপুর রেলস্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন ।ছবি : বাসস

গাজীপুর, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে স্থাপন করা হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’। 

জুলাই অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধকে স্মরণে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক নাফিসা আরেফীন যাত্রীদের জন্য কর্নারটি উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, মুগ্ধ কর্নারটি গাজীপুরের সাধারণ মানুষের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে মুগ্ধের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, পুলিশ সুপার যাবের সাদেক প্রমুখ।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে ৬৯টি আইডিয়ার মধ্যে এ আইডিয়াটি চূড়ান্ত হলে গাজীপুর জেলা পরিষদ ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

একই দিন সকালে জেলার বিভিন্ন স্থানে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও বঙ্গ তাজ অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধাহতদের সম্মিলন এবং বিভিন্ন ধর্মীয় উপসালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই উত্তরার আজমপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তেও মীর মুগ্ধ বিস্কুট ও পানি বিতরণ করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০