সুনামগঞ্জে গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে রাজনৈতিক দলগুলোর পৃথক কর্মসূচি 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:৪৪
ছবি: বাসস

সুনামগঞ্জ, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি-সহ বিভিন্ন রাজনৈতিক দল পথসভা ও বিজয় মিছিল-সহ নানা কর্মসূচি পালন করেছে। 

সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা শহরের পুরাতন বাস স্টেশন সংলগ্ন বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম ও নুর উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল হাসান জুনেদ ও যুগ্ম-আহ্বায়ক মুর্শেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক তোফাজ্জল হোসেন, কৃষকদলের যুগ্ম -আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ প্রমুখ।

এ বিজয় মিছিলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

এদিকে, সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান, নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, অ্যাডভোকেট শামসুদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০