সুনামগঞ্জে গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে রাজনৈতিক দলগুলোর পৃথক কর্মসূচি 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:৪৪
ছবি: বাসস

সুনামগঞ্জ, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি-সহ বিভিন্ন রাজনৈতিক দল পথসভা ও বিজয় মিছিল-সহ নানা কর্মসূচি পালন করেছে। 

সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা শহরের পুরাতন বাস স্টেশন সংলগ্ন বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম ও নুর উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল হাসান জুনেদ ও যুগ্ম-আহ্বায়ক মুর্শেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক তোফাজ্জল হোসেন, কৃষকদলের যুগ্ম -আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ প্রমুখ।

এ বিজয় মিছিলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

এদিকে, সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান, নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, অ্যাডভোকেট শামসুদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশ নারী দলের
চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েডের টিকাদান উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
ভোক্তা অধিদপ্তরের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে : মহাপরিচালক
টাঙ্গাইলে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস 
চট্টগ্রামে ২ সাংবাদিকের ওপর হামলা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী
ইডিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে : এমডি সামাদ মৃধা
শেরপুরে বিশ্ব বসতি দিবস পালিত
সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
সর্বোচ্চ রান তানজিদের, উইকেট রশিদের
১০