খাগড়াছড়িতে গণঅভ্যুত্থাণে শহীদ মজিদ হোসেনকে শ্রদ্ধায় স্মরণ

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:৪২
খাগড়াছড়িতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থাণে শহীদ মজিদ হোসেনকে শ্রদ্ধায় স্মরণ। ছবি : বাসস

খাগড়াছড়ি, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ মো. মজিদ হোসেনকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন খাগড়াছড়িবাসী। 

আজ মঙ্গলবার সকালে জেলার রামগড় উপজেলার নাকাপা বাজারের পাশে পাতাছড়া বসুলপুর জামে মসজিদসংলগ্ন কবরস্থানে এই বীর শহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। 

এ সময় জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, রামগড় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে, খাগড়াছড়ি টাউন হলে জুলাই শহীদ স্মরনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল প্রমুখ। 

এ সময় বক্তারা শহীদ মো. মজিদ হোসেনের অবদান স্মরণ করে বলেন,এই প্রজন্মের উচিত জুলাই যোদ্ধাদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসা। তাঁর জীবন, সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতি আগামী প্রজন্মের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে।

উল্লেখ্য যে, মো. মজিদ হোসেন গত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে চাঁদপুরে শহীদ হন। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার একমাত্র জুলাই শহীদ। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সি’র সঙ্গে বৈঠককে ‘বড় সফলতা’ বললেন ট্রাম্প
পানির নিচে নতুন ‘মানব আবাস’: সারা সপ্তাহ ধরে গবেষণা সম্ভব 
বগুড়ায় হাতকড়াসহ পালানো আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল গ্রেফতার
চিতলমারীতে ৮৭০জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুবুর রহমানের ইন্তেকাল
বিএনপি নেতা নাজিম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
চাঁদপুরে নয় মাসে সাপের কামড়ে অসুস্থ ৫৫৫ জন ও ৩ জনের মৃত্যু
ঝালকাঠিতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফি কমছে
১০