খাগড়াছড়িতে গণঅভ্যুত্থাণে শহীদ মজিদ হোসেনকে শ্রদ্ধায় স্মরণ

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:৪২
খাগড়াছড়িতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থাণে শহীদ মজিদ হোসেনকে শ্রদ্ধায় স্মরণ। ছবি : বাসস

খাগড়াছড়ি, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ মো. মজিদ হোসেনকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন খাগড়াছড়িবাসী। 

আজ মঙ্গলবার সকালে জেলার রামগড় উপজেলার নাকাপা বাজারের পাশে পাতাছড়া বসুলপুর জামে মসজিদসংলগ্ন কবরস্থানে এই বীর শহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। 

এ সময় জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, রামগড় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে, খাগড়াছড়ি টাউন হলে জুলাই শহীদ স্মরনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল প্রমুখ। 

এ সময় বক্তারা শহীদ মো. মজিদ হোসেনের অবদান স্মরণ করে বলেন,এই প্রজন্মের উচিত জুলাই যোদ্ধাদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসা। তাঁর জীবন, সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতি আগামী প্রজন্মের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে।

উল্লেখ্য যে, মো. মজিদ হোসেন গত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে চাঁদপুরে শহীদ হন। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার একমাত্র জুলাই শহীদ। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নারীর দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়নে হরাইজন ফেস্ট উদ্বোধন
গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে আমাদের সেতুবন্ধন গড়ে তুলতে হবে: অর্থ উপদেষ্টা
সাতক্ষীরা সীমান্ত থেকে চোরাচালান পণ্য জব্দ
লালমনিরহাটে বন্যা কবলিতদের পাশে বিএনপি নেতা দুলু
ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য
পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের 
নীলফামারীতে তিস্তার বন্যা পরিস্থিতির আরও উন্নতি
তুরস্ক বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় রয়েছে: আমীর খসরু
আগামীতে বজ্রপাতের তীব্রতা আরও বাড়বে: বিশেষজ্ঞের সতর্কতা
১০