নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ২০:১৪

নারায়ণগঞ্জ, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার সোনারগাঁও উপজেলায় আজ নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে পড়ে রুহুল আমিন (২১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

আজ মঙ্গলবার সকালে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকার মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন রংপুর জেলার কাউনিয়া উপজেলার পূর্বচালহাট গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি নারায়নগঞ্জের সোনারগাঁয়ের প্রতাপের চর এলাকার নোয়াব আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

নিহত রুহুল আমিনের বাবা আতাউর রহমান জানান, তার ছেলে রুহুল আমিন মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কারখানায় কাজ করতেন। মঙ্গলবার সকালে তিনি রাজু নামের এক ঠিকাদারের সাথে রঙের কাজ করছিলেন। আজ মঙ্গলবার সকালে কাজ করার সময়ে হঠাৎ নিরাপত্তা বেল্ট ফসকে নিচে পড়ে রুহুল আমিন গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
‘পানিভিত্তিক অর্থনীতি’ গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা
সেরা ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান প্রধান উপদেষ্টার
 জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণী
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটা গোষ্ঠী উন্মুখ হয়ে আছে : প্রধান উপদেষ্টা
জেনেভায় প্লাস্টিক দূষণবিরোধী চুক্তির আলোচনা শুরু
পিবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’
ভবিষ্যতে কোনো সরকার যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা
১০