পিবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ২২:০৭
ছবি : বাসস

পিরোজপুর, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী মহান শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, ‘এমন কোনো শ্রেণি-পেশার মানুষ নেই, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেননি। কোনো ব্যানার ছাড়াই তারা অংশ নিয়েছে। এমনকি স্কুল-কলেজের ছোট ছোট বাচ্চারা যেভাবে আবাবিল পাখির মতো রাস্তায় নেমে এসেছিল তা ছিল অকল্পনীয়। সবাই যেন মৃত্যুর জন্য সেদিন রাস্তায় নেমেছিল। যারা মরতে চায় তাদের কেউ মারতে পারে না। দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমরা আর যুদ্ধ করতে চাই না। আমরা নতুন প্রজন্মের জন্য একটা সুন্দর ও নিরাপদ দেশ রেখে যেতে চাই। যে চেতনা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই চেতনা আমরা সবাই ধারণ করবো। সকলে ঐক্যবদ্ধ থেকে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠন করবো।

এটাই হোক জুলাইয়ের অঙ্গীকার।’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পিবিপ্রবির সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান ও ডেইলি অবজারভারের পিরোজপুর প্রতিনিধি জিয়াউল আহসান।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঞ্চ নাটক, নাচ, গান, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ফুটিয়ে তোলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সি’র সঙ্গে বৈঠককে ‘বড় সফলতা’ বললেন ট্রাম্প
পানির নিচে নতুন ‘মানব আবাস’: সারা সপ্তাহ ধরে গবেষণা সম্ভব 
বগুড়ায় হাতকড়াসহ পালানো আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল গ্রেফতার
চিতলমারীতে ৮৭০জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুবুর রহমানের ইন্তেকাল
বিএনপি নেতা নাজিম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
চাঁদপুরে নয় মাসে সাপের কামড়ে অসুস্থ ৫৫৫ জন ও ৩ জনের মৃত্যু
ঝালকাঠিতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফি কমছে
১০