ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০০:০৩
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৫ আগস্ট, ২০২৫ (বাসস): বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে। তা না হলে ফ্যাসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে উঠবে।

তিনি বলেন, ‘ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সুদৃঢ় ও বৃহত্তর ঐক্য জরুফা হয়ে পড়েছে। ঐক্যের বিকল্প নেই। 

সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐকমত্যের সরকার গঠন করবে বিএনপি। সে অনুপাতে কাজ করছে দলটি। তবে একটি গোষ্ঠী  এই ঐক্যবদ্ধতা চায় না।’

জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত শহরের উত্তর তেমুহনীতে বিজয় র‌্যালি পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে  তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, গণতন্ত্রের ভিতকে আরো শক্তিশালী করতে হবে। এই গণতন্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চলছে। এখনো তা অব্যাহত আছে। আর গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম ও লড়াই চলছে। এখনো সেই লড়াই চালিয়ে যেতে হচ্ছে।

তিনি বলেন, সংস্কার ও নির্বাচন জরুরি হয়ে পড়েছে। গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে হলে বা দেশের মানুষকে কিছু দিতে চাইলে গণতান্ত্রিক নির্বাচিত সরকার দরকার। আর নিবার্চিত সরকার না হলে কিছু দিতে চাইলেও তা সম্ভব হয় না।  

দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, যখনই দেশে নির্বাচিত সরকার আসবে,তখনই গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে। সে লক্ষ্য নিয়ে বিএনপি সামনে অগ্রসর হচ্ছে। সে লক্ষ্যে  পৌঁছার জন্য আমরা  লড়াই, সংগ্রাম করছি। 

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
যৌথ বাহিনীর অভিযানে ২৩-৩০ অক্টোবর সারাদেশে আটক ১৪৯
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
১০