সিলেটে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০০:০৫
ছবি : বাসস

সিলেট, ৫ আগস্ট, ২০২৪ (বাসস) : সিলেটে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার এই উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন, আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপন ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

সকালে সিলেট শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান। 

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, সিলেট বিভাগের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মিলন অনুষ্ঠানে আগত জুলাই শহীদদের পরিবার ও আহতরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। তারা জুলাই যোদ্ধাদের পুনর্বাসন করে আহত যোদ্ধাদের সঠিক চিকিৎসা ও সহায়তা কামনা করেন। 

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দুপুরে সিলেট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরে গণমিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেটের বিভিন্ন 
উপজেলায় বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস মিছিল ও স্মরণসভার আয়োজন করে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করে এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সিলেটের বিভিন্ন কলেজ, স্কুল, মাদরাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গণ-অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
১০