প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০০:১৫
ছবি : বাসস

ঢাকা, ৫ আগস্ট ২০২৫(বাসস) : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল তা কেটে গেল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, আজকে প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা দিয়েছেন। একটি হলো- জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা। আমরা দুটো বিষয়কে স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যথাযোগ্য জায়গায় সেটা সংবিধানে স্থাপন করা হবে। সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীরের যে মর্যাদা দেয়া হয়েছে সেটা ছিল আমাদের প্রাণের দাবি।

তিনি বলেন, আগামীদিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টা যে পরামর্শ দিয়েছেন তা অবশ্যই প্রণিদানযোগ্য। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন- আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজান শুরুর আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠাবেন। অবশ্যই নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে।

প্রধান উপদেষ্টা আজ যে ঘোষণা দিয়েছেন তার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। সারা জাতি অপেক্ষা করছিল।

তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল বলে অনেকে মনে করছিলেন তা কেটে যাবে। সারা জাতি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে।

নির্বাচনের আবহ তৈরি হবে। আমরা আশা করছি আগামীদিনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। কোনো রকম অনিশ্চিত পরিবেশ আর থাকবে না। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে সবকিছুতে গতিশীলতা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে : মাসুদ সাঈদী
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ
‘জুলাই সনদ’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে : প্রধান উপদেষ্টা
সিলেটে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
১০