শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে : মাসুদ সাঈদী

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০০:৩০
ছবি : বাসস

‎পিরোজপুর, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ভারতের সাথে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে বলে মন্তব্য করেছেন পিরোজপুর ১ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী।

আজ মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। মিছিলটি নতুন বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত  আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে শুরু হয়ে শহরের টাউন ক্লাব মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে শুধু নিষিদ্ধ করেই লাভ নেই। তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যারা মনে করেন সীমান্ত পার হয়ে শেখ হাসিনা ঢুকে পড়বেন তারা বোকার স্বর্গে বাস করেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগে রাষ্ট্র ও প্রশাসনিক কাঠামো সংস্কার, তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। কারণ সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

‎জুলাই  গণঅভ্যুত্থান প্রসঙ্গে মাসুদ সাঈদী বলেন, জুলাই শহীদেরা শুধু নির্বাচনের জন্য জীবন দেননি, তারা চেয়েছিলেন রাষ্ট্রের সংস্কার ও একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা। এই ৫ আগস্ট আমাদের জন্য একটি নবজাগরণের দিন।

‎পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি মো. জহিরুল হক এবং সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
যৌথ বাহিনীর অভিযানে ২৩-৩০ অক্টোবর সারাদেশে আটক ১৪৯
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
১০