শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে : মাসুদ সাঈদী

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০০:৩০
ছবি : বাসস

‎পিরোজপুর, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ভারতের সাথে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে বলে মন্তব্য করেছেন পিরোজপুর ১ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী।

আজ মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। মিছিলটি নতুন বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত  আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে শুরু হয়ে শহরের টাউন ক্লাব মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে শুধু নিষিদ্ধ করেই লাভ নেই। তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যারা মনে করেন সীমান্ত পার হয়ে শেখ হাসিনা ঢুকে পড়বেন তারা বোকার স্বর্গে বাস করেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগে রাষ্ট্র ও প্রশাসনিক কাঠামো সংস্কার, তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। কারণ সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

‎জুলাই  গণঅভ্যুত্থান প্রসঙ্গে মাসুদ সাঈদী বলেন, জুলাই শহীদেরা শুধু নির্বাচনের জন্য জীবন দেননি, তারা চেয়েছিলেন রাষ্ট্রের সংস্কার ও একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা। এই ৫ আগস্ট আমাদের জন্য একটি নবজাগরণের দিন।

‎পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি মো. জহিরুল হক এবং সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীমানা পেরিয়ে কুমিল্লার কচুর লতি যাচ্ছে বিদেশে
হবিগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত
জিআইসিসি সম্মেলনে অংশ নিলেন সেতু বিভাগের সচিব
অভূতপূর্ব দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য পৌঁছেছেন ট্রাম্প
বাসিন্দাদের গাজা সিটি ছেড়ে যাওয়ার জন্য ইসরাইলের ‘অস্থায়ী’ রুট 
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯
৫ আগস্টের পূর্ববর্তী ক্ষতিগ্রস্ত ব্যবসার জন্য ঋণ পুনঃতফসিল সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক
কুড়িগ্রামে ৩৩ পয়েন্টে নদী ভাঙন, বিলীন শতাধিক ঘর
রাশিয়ার ওপর ‘অর্থনৈতিক চাপ’ বৃদ্ধি নিয়ে ইইউ প্রধান ও ট্রাম্পের মধ্যে আলোচনা 
কানাডার উদারপন্থী ফ্রিল্যান্ডের মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা
১০