ব্রাহ্মণপাড়ায় বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল বিএনপির বিজয় মিছিলে 

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:৩১ আপডেট: : ০৬ আগস্ট ২০২৫, ১২:০১
ছবি : বাসস

কুমিল্লা, ৬ আগস্ট ২০২৫ (বাসস): গণঅভ্যুত্থান দিবস ও ফ্যাসিস্ট হাসিনার পলায়নের বর্ষপূর্তি উদযাপনে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিজয় মিছিলে।

মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন জসিম।

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা। ওইদিন তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। পাশাপাশি নানা কৌশলে দেশ ছাড়েন তার মন্ত্রিপরিষদের বহু সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন দোসর।

ওইদিন হাসিনার পদত্যাগের খবরে দেশের লাখ লাখ জনতা রাজপথে উল্লাস প্রকাশ করেন। হাসিনার পতন ঠেকাতে ছাত্র-জনতার আন্দোলন নির্মূল করতে গিয়ে তার নির্দেশে সংঘটিত হয় অবর্ণনীয় বর্বরোচিত মানবতাবিরোধী অপরাধ। জাতিসংঘের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, অন্তত ১৪শ’ মানুষ নির্মমভাবে হত্যার শিকার হন, ৭শ’ জন অন্ধত্ববরণ করেন, পঙ্গুত্ববরণসহ আহত হন কমপক্ষে ২৩ হাজার মানুষ। তাদের অনেকে এখনো চিকিৎসাধীন। 

ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

দুনিয়া কাঁপানো চব্বিশের ৫ আগস্টের প্রথম বার্ষিকী পালনে মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করেই ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

চব্বিশের '৩৬ জুলাইয়ের' আন্দোলনে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লড়াই-সংগ্রামে ভূমিকা রাখে।

ব্রাহ্মণপাড়ার বিজয় মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন জসিম বলেন, আইনের শাসন, সুশাসন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য যে ‘৩১ দফা’ ঘোষণা করেছেন, তার সফল বাস্তবায়নে জনসমর্থন আদায়ে আমরা বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, হাসিনার রাজনৈতিক নির্যাতন, মহামারি করোনা এবং সরকারের অবর্ণনীয় নিপীড়ন উপেক্ষা করে এলাকাবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকব।

মানুষের প্রত্যাশিত সুশাসন, সামাজিক নিরাপত্তা এবং আত্মমর্যাদা নিশ্চিত করতে মা-মাটি-মানুষের দল বিএনপির পক্ষ থেকে এবং তারেক রহমানের ঘোষিত কর্মসূচি সফল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জসিম উদ্দিন।

মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
“বিদ্রোহ ও ভালোবাসার জাতীয় কবি নজরুল স্মরণে বরিশাল”
কক্সবাজারে ইয়াবা বহনকারী ফিশিং ট্রলারসহ ৯ জন আটক
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
ইসরাইলি হামলায় দামেস্কে ৩ সেনা নিহত
বিএনপির উদ্যোগে রাজধানীর তুরাগের শুক্রভাঙ্গায় জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
যুদ্ধোত্তর গাজা নিয়ে 'বড় বৈঠকে' সভাপতিত্ব করবেন ট্রাম্প
ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ করেছেন রিজভী
মাগুরায় ভ্যান চাপায় শিশুর মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের প্রতীক: মির্জা ফখরুল
১০