নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১১:২৬
ছবি : বাসস

নোয়াখালী, ৬ আগস্ট ২০২৫ (বাসস): জেলার বেগমগঞ্জ উপজেলায় আজ ঢাকা থেকে লক্ষীপুরগামি একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার ভোর সাড়ে পাঁচটায় নোয়াখালী জেলার বেগমগঞ্জে চন্দ্রগঞ্জ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা সবাই তাদের এক নিকট আত্মীয়কে বরণ করতে ঢাকা বিমানবন্দরে গিয়েছিলেন। ঢাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাদের সবার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি এলাকায়। 

তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম- পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, মাইক্রোবাস চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কয়েকজন গাড়ি থেকে বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। 

তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে দুইটি আচার কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা
বনজ কুমারের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে কাউকে ছাড় দেয়া হবে না : রেলপথ উপদেষ্টা
সাতক্ষীরায় নেক্সাস ফেস্ট উৎসব মেলার উদ্বোধন
নির্বাচনী আসনে সীমানা নিয়ে ১,৮৯৩টি আপত্তি নিষ্পত্তি করেছে ইসি
গ্রামের ধীরগতির মহিষের গাড়ি আজ কেবলই স্মৃতি
বাংলাদেশের কাঁচা পাট ১২টি দেশে রপ্তানি হচ্ছে 
চট্টগ্রামের বায়েজিদ ও হালিশহর টিজিকে আধুনিক ল্যান্ডফিল্ড করা হবে : মেয়র
সুনামগঞ্জের সাংবাদিক ফজলুল হক সেলবর্সী ছিলেন জাতীয় কবির ঘনিষ্টজন
হবিগঞ্জ জেলা বিএনপি’র কাউন্সিল ৬ সেপ্টেম্বর: কমিটি নির্বাচনে কমিশন গঠন
১০