নোয়াখালী, ৬ আগস্ট ২০২৫ (বাসস): জেলার বেগমগঞ্জ উপজেলায় আজ ঢাকা থেকে লক্ষীপুরগামি একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার ভোর সাড়ে পাঁচটায় নোয়াখালী জেলার বেগমগঞ্জে চন্দ্রগঞ্জ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা সবাই তাদের এক নিকট আত্মীয়কে বরণ করতে ঢাকা বিমানবন্দরে গিয়েছিলেন। ঢাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাদের সবার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি এলাকায়।
তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম- পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, মাইক্রোবাস চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কয়েকজন গাড়ি থেকে বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান।
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।