ভিয়েতনামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৪:০৪
ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন অনুষ্ঠানের আলোচনাপর্বে সেদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বক্তব্য রাখেন । ছবি: সংগৃহীত

হ্যানয় (ভিয়েতনাম), ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভারও আয়োজন করা হয়।

আলোচনাপর্বে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্যাসিবাদী অপশাসন থেকে চূড়ান্ত মুক্তি পায় দেশের জনগণ। রাজপথে লড়াই করে শহীদ হন ছাত্র-নারী-শিশু ও জনতা। আহত হয়ে এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন অনেকে। অনেক ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে। বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি।

এসময় ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক আলোকচিত্র এবং গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। 

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দেওয়া বাণীও পাঠ করা হয়। অনুষ্ঠানে ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০