বাংলাদেশকে নতুন করে গড়তে হবে: কেসিসি প্রশাসক

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৪:২৩
কেসিসি প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার মঙ্গলবার সন্ধ্যায় খুলনার শিববাড়ি মোড়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : পিআইডি

খুলনা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেছেন, ‘বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। সেজন্য সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়াতে হবে। শিক্ষার্থী ও সাধারণ মানুষ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করতে হলে ঐক্যের কোন বিকল্প নেই।’

মঙ্গলবার সন্ধ্যায় খুলনার শিববাড়ি মোড়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য, আহত শিক্ষার্থী ও নাগরিক, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

মো. ফিরোজ সরকার বলেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। ১৭ বছরের অনিয়ম মাত্র এক বছরে সমাধান সম্ভব নয়। তবে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আপনাদের গঠনমূলক সমালোচনা আমাদের ভালো কাজ করতে উৎসাহ দেবে। আমি বিশ্বাস করি ছাত্র ও জুলাই যোদ্ধাদের ছোট ছোট পরামশর্ও সমস্যা সমাধানে কাজে আসতে পারে।

অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, শহীদ শেখ মো. সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন ও জামায়াতে ইসলামীর নগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।
জুলাই যোদ্ধাদের মধ্যে মো. সিরাজুল ইসলাম, মো. হুজাইফা, মোহাম্মদ প্রান্ত, মোহাম্মদ শাহরিয়ার, মো. নয়ন ও স্নিগ্ধা মুন্নি গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন।

সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
১০