ওয়াশিংটনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৪:৩৮
ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ আগস্ট ২০২৫(বাসস): যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। 

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ গণ-অভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একইসঙ্গে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের অনুরোধ জানান।

অনুষ্ঠানে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুণগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যারা অকাতরে জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এ সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০