সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত আটক

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৫:১৮
ছবি : বাসস

‎বাগেরহাট, ৬ আগস্ট, ২০২৫(বাসস) : সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত কে আটক করেছে মোংলা জোনের কোস্টগার্ড। 

এ সময় তাদের কাছ থাকা ৩ টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

‎আটকৃতরা  হলো, মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।

আজ বুধবার  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য বাসসকে নিশ্চিত করেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গতকাল মঙ্গলবার  সুন্দরবনের দস্যু আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় যাবে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তখন কোস্টগার্ড সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে ওই এলাকা তল্লাশি করে ৩ টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র

তৈরির সরঞ্জামাদিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে আটক করে।

আটককৃত ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম   প্রক্রিয়াধীন রয়েছে।

‎সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে জরিমানা
নেত্রকোণার হাওরে উৎপাদিত হাঁসের ডিমের চাহিদা সারাদেশে
গণভোট ও ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল
রিজার্ভ পুনরুদ্ধার : অর্থনীতিতে স্বস্তির ইঙ্গিত
সাবেক এমপি জয়ের ১,২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি
পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প
বিজিএমইএ-এনপিও সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-পরিচালক অপুর আয়কর নথি জব্দ
দখলমুক্ত হলো নিকুঞ্জের জামতলা রোড : স্বস্তিতে এলাকাবাসী
উত্তর-পশ্চিমাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকা পানি সংকটাপন্ন এলাকা ঘোষিত
১০