লালমনিরহাটে বন্যার্তদের পাশে জেলা বিএনপি

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৫:৫৭
লালমনিরহাটে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি।  ছবি : বাসস

লালমনিরহাট,৬ আগস্ট,২০২৫(বাসস): টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত জেলার বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। 

আজ বুধবার দুপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে দলটি। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে হাজারো মানুষ উপকৃত হন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘বিএনপি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।’

জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। দুর্গত মানুষের মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ নিতে আসা এক বন্যাকবলিত নারী বলেন, ‘বাড়ি-ঘরে পানি ঢুকে আছে, রান্না করার তেমন কোনো উপায় নেই। বিএনপির দেওয়া সহায়তা পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছি।’

অনুষ্ঠান শেষে দুলু বন্যা-পরবর্তী পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
চাঁদপুরের প্রতিভাবান ‘ক্ষুদে মেসি’ সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান 
চাঁদপুরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হাজার ৬২২
অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ
বারি উদ্ভাবিত নতুন জাতে ২৫% পতিত জমি চাষে সহায়ক হবে : বলছেন বিশেষজ্ঞরা
অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিতর্কিত কীটনাশক বিল নিয়ে রায়ের অপেক্ষায় ফ্রান্স
‘রুশ বিরোধী প্রচারণার’ অভিযোগে ইতালীয় কূটনীতিককে তলব
এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে: ইসি
১০