লালমনিরহাটে বন্যার্তদের পাশে জেলা বিএনপি

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৫:৫৭
লালমনিরহাটে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি।  ছবি : বাসস

লালমনিরহাট,৬ আগস্ট,২০২৫(বাসস): টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত জেলার বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। 

আজ বুধবার দুপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে দলটি। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে হাজারো মানুষ উপকৃত হন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘বিএনপি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।’

জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। দুর্গত মানুষের মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ নিতে আসা এক বন্যাকবলিত নারী বলেন, ‘বাড়ি-ঘরে পানি ঢুকে আছে, রান্না করার তেমন কোনো উপায় নেই। বিএনপির দেওয়া সহায়তা পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছি।’

অনুষ্ঠান শেষে দুলু বন্যা-পরবর্তী পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়ার হামলায় কিয়েভে ব্রিটিশ কাউন্সিল অফিস ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’
আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে 
নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে : পিন্টু
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-১’এ যোয়ার হক শীর্ষে
চট্টগ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা
দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় নিয়মভিত্তিক মুদ্রানীতি প্রণয়ন জরুরি : বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ
জুলাই মাসে বিদেশি ঋণ পরিশোধ ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার 
সিলেটের মাঠে খেলা বাড়তি সুবিধা হবে : লিটন দাস
বিশ্বকাপের প্রস্তুতিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল
ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের অভিযান 
১০