লালমনিরহাটে বন্যার্তদের পাশে জেলা বিএনপি

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৫:৫৭
লালমনিরহাটে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি।  ছবি : বাসস

লালমনিরহাট,৬ আগস্ট,২০২৫(বাসস): টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত জেলার বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। 

আজ বুধবার দুপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে দলটি। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে হাজারো মানুষ উপকৃত হন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘বিএনপি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।’

জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। দুর্গত মানুষের মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ নিতে আসা এক বন্যাকবলিত নারী বলেন, ‘বাড়ি-ঘরে পানি ঢুকে আছে, রান্না করার তেমন কোনো উপায় নেই। বিএনপির দেওয়া সহায়তা পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছি।’

অনুষ্ঠান শেষে দুলু বন্যা-পরবর্তী পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে জরিমানা
নেত্রকোণার হাওরে উৎপাদিত হাঁসের ডিমের চাহিদা সারাদেশে
গণভোট ও ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল
রিজার্ভ পুনরুদ্ধার : অর্থনীতিতে স্বস্তির ইঙ্গিত
সাবেক এমপি জয়ের ১,২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি
পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প
বিজিএমইএ-এনপিও সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-পরিচালক অপুর আয়কর নথি জব্দ
দখলমুক্ত হলো নিকুঞ্জের জামতলা রোড : স্বস্তিতে এলাকাবাসী
উত্তর-পশ্চিমাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকা পানি সংকটাপন্ন এলাকা ঘোষিত
১০