রংপুরে র‌্যাবের অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:০৪

রংপুর ৬ আগস্ট ২০২৫ (বাসস): মাদকবিরোধী অভিযান চালিয়ে রংপুরে ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

পৃথক ৪ অভিযানে তাদের গ্রেপ্তারসহ মাদক জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুইজন নারী।

আজ বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার উত্তর জাওয়ানী এলাকার মৃত হযরত আলীর ছেলে আতিকুল ইসলাম (২০), কালিগঞ্জ থানার হররাম এলাকার সাহার আলীর মেয়ে মোছা. সমোলা বেগম (৪৪), দিনাজপুর জেলার কোতয়ালী থানার জামালপুর শেখপাড়া এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৫) ও জাহিদুল ইসলামের স্ত্রী আরজুমান (৫০)।

র‌্যাব জানায়, ৫ আগস্ট দুপুরে রংপুরের সদর উপজেলার ৩ নম্বর চন্দপাট ইউপির শ্যামপুর বন্দর বাজারের নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে ও ট্যাঙ্কের ভেতরে বিশেষ কায়দায় রাখা ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময়ও ফেনসিডিল ও এস্কাফ জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, জব্দ করা আলামতসহ গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে র‌্যাব-১৩ সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। মাদকের বিরুদ্ধে এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
চাঁদপুরের প্রতিভাবান ‘ক্ষুদে মেসি’ সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান 
চাঁদপুরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হাজার ৬২২
অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ
বারি উদ্ভাবিত নতুন জাতে ২৫% পতিত জমি চাষে সহায়ক হবে : বলছেন বিশেষজ্ঞরা
অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিতর্কিত কীটনাশক বিল নিয়ে রায়ের অপেক্ষায় ফ্রান্স
‘রুশ বিরোধী প্রচারণার’ অভিযোগে ইতালীয় কূটনীতিককে তলব
এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে: ইসি
১০