রংপুরে র‌্যাবের অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:০৪

রংপুর ৬ আগস্ট ২০২৫ (বাসস): মাদকবিরোধী অভিযান চালিয়ে রংপুরে ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

পৃথক ৪ অভিযানে তাদের গ্রেপ্তারসহ মাদক জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুইজন নারী।

আজ বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার উত্তর জাওয়ানী এলাকার মৃত হযরত আলীর ছেলে আতিকুল ইসলাম (২০), কালিগঞ্জ থানার হররাম এলাকার সাহার আলীর মেয়ে মোছা. সমোলা বেগম (৪৪), দিনাজপুর জেলার কোতয়ালী থানার জামালপুর শেখপাড়া এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৫) ও জাহিদুল ইসলামের স্ত্রী আরজুমান (৫০)।

র‌্যাব জানায়, ৫ আগস্ট দুপুরে রংপুরের সদর উপজেলার ৩ নম্বর চন্দপাট ইউপির শ্যামপুর বন্দর বাজারের নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে ও ট্যাঙ্কের ভেতরে বিশেষ কায়দায় রাখা ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময়ও ফেনসিডিল ও এস্কাফ জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, জব্দ করা আলামতসহ গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে র‌্যাব-১৩ সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। মাদকের বিরুদ্ধে এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
১০