নওগাঁয় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:২৩
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা আদালত চত্বরে। ছবি : বাসস

নওগাঁ, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে হত্যা মামলায় তিনজন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ দুপুর ১২টায় মামলার রায় প্রাদন করেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অতিরিক্ত কৌশূলী সাব্বির আহম্মেদ এবং আসামী পক্ষের আইনজীবী অমরেন্দ্র নাথ ঘোষ, সঞ্জীব সরকার ও নাজমুন নাহার।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং আমির আলী ওরফে আমির।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালে ৩০ আগস্ট সকালে জেলার পোরশা থানার কালাইবাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র লাঠি, হাসুয়া ও ফালা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা নামে চারজন গুরুত্বর জখম হয়। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর মধ্যে শফিকুল, সেরিনা, নার্গিস সুলতানার অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

এই ঘটনায় সামাদ নামে এক ব্যক্তি বাদী হয়ে পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন পাঠান। মামলার দীর্ঘ শুনানি শেষে তিনজন আসামীর যাবজ্জীবন ও আরো ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা  প্রদান করা হয়েছে। এছাড়া চারজন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। মামলা চলাকালিন সময় সায়েদা নামে এক আসামী মারা যান।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অতিরিক্ত কৌশুলী সাব্বির আহম্মেদ এবং আসামী পক্ষের আইনজীবী অমরেন্দ্র নাথ ঘোষ, সঞ্জীব সরকার ও নাজমুন নাহার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০