৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ও একটি গবেষণা জাহাজ ক্রয় করবে সরকার

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৮:৫১ আপডেট: : ০৬ আগস্ট ২০২৫, ২০:২৬
কোলাজ : বাসস

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রায় ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন এবং সমুদ্র গবেষণা জোরদারে একটি ছোট গবেষণা জাহাজ, একটি পন্টুন জেটি ও গ্যাংওয়ে এবং দুটি স্পিডবোট ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ২০২৫ সালের ক্যালেন্ডার বছরে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সভায় ‘কনভারসন অব ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস অব সিসিসিএল’ শীর্ষক প্রকল্পের আওতায় ভারতীয় অংশে রোপওয়ে নির্মাণকাজের জন্য আন্তর্জাতিক ডিরেক্ট প্রোকিউরমেন্ট পদ্ধতিতে (ডিপিএম) একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়, যার আওতায় ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (পর্ব-২) (১ম সংশোধিত)’ প্রকল্পের জিডি-১ প্যাকেজের আওতায় খুলনা শিপইয়ার্ড লিমিটেড থেকে একটি ছোট গবেষণা জাহাজ (এতে নমুনা সংগ্রহ ও প্রাসঙ্গিক গবেষণার সরঞ্জামসহ থাকবে) এবং দুটি স্পিডবোট ডিপিএম পদ্ধতিতে ক্রয় করা হবে।

একই প্রকল্পের জিডি-৫ প্যাকেজের আওতায় গবেষণা জাহাজটির নিরাপদ নোঙর নিশ্চিত করতে একটি পন্টুন, জেটি ও গ্যাংওয়ে খুলনা শিপইয়ার্ড লিমিটেড থেকে ক্রয়ের জন্যও সভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়াও সভায় খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়, যার আওতায় ২০০৮ সালের সরকারি ক্রয় বিধিমালার ৮৩(১)(ক) ধারা অনুসরণ করে জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে ৪ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের ক্ষেত্রে সময়সীমা হ্রাস করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০