সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৮:৫৮

সাতক্ষীরা, ৬ আগস্ট ২০২৫ (বাসস): সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক ৬ লাখ ৬০ হাজার ৭৯০ টাকা।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা, চান্দুড়িয়া ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তে অভিযান চালায় বিজিবি। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদরের ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন ফলমোড় ও বাঁসকল থেকে ভারতীয় ওষুধ ও ফাইটার মোরগ, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা থেকে এবং তলুইগাছা বিওপির আভিযানিক দল চারাবাড়ি থেকে ওষুধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার মাদরা বিওপির আভিযানিক দল ভাদিয়ালী থেকে মদ ও ওষুধ, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল গেড়াখালী ও রাজ্জাকের মোড় থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ, চান্দুরিয়া বিওপির আভিযানিক দল গোয়ালপাড়া থেকে এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল বড়ালী থেকে ওষুধ জব্দ করে। 

তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার হয়েছে। 

এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করতে স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আজিজ গ্রেফতার
হাবিপ্রবিতে ফলমুল ও সবজি গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা 
শেখ হাসিনা-শেখ রেহানার দুর্নীতির ৩ মামলায় ৩ জনের সাক্ষ্য
উত্তর কোরিয়ার নেতা বেইজিং-এ অনুষ্ঠেয় কুচকাওয়াজে যোগ দেবেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি 
কিয়েভে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪
ঠাকুরগাঁওয়ে জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা
শীর্ষ সম্মেলন ও সামরিক প্রদর্শনীর মাধ্যমে অপশ্চিমা জোট জোরদার করবে চীন
নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও মাছ উদ্ধার, আটক ৩১৫
গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন
১০