সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৮:৫৮

সাতক্ষীরা, ৬ আগস্ট ২০২৫ (বাসস): সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক ৬ লাখ ৬০ হাজার ৭৯০ টাকা।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা, চান্দুড়িয়া ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্তে অভিযান চালায় বিজিবি। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদরের ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন ফলমোড় ও বাঁসকল থেকে ভারতীয় ওষুধ ও ফাইটার মোরগ, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা থেকে এবং তলুইগাছা বিওপির আভিযানিক দল চারাবাড়ি থেকে ওষুধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার মাদরা বিওপির আভিযানিক দল ভাদিয়ালী থেকে মদ ও ওষুধ, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল গেড়াখালী ও রাজ্জাকের মোড় থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ, চান্দুরিয়া বিওপির আভিযানিক দল গোয়ালপাড়া থেকে এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল বড়ালী থেকে ওষুধ জব্দ করে। 

তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার হয়েছে। 

এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করতে স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুড়িচং- ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা
২০২৪ সালে জাপানের জনসংখ্যা রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে
পূর্বাভাসকে ছাড়িয়ে জুলাই মাসে চীনের রপ্তানি বেড়েছে ৭.২ শতাংশ
বাংলাদেশে সামাজিক বিমা স্কিম প্রবর্তনে কর্মশালা অনুষ্ঠিত
সিকিউরিটিজ বন্ধক, অবমুক্তকরণ ও বাজেয়াপ্তকরণ নিয়ে ডিএসই’র কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় মিছিলে জনতার ঢল
ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালিতে জনদুর্ভোগ, দুঃখ প্রকাশ
অন্তর্বর্তী সরকারের কাছে খাদ্যশস্য মজুদ আছে ২১ লাখ মেট্রিক টন
এক বছরে বিমান খাতে রূপান্তরমূলক অগ্রগতি দৃশ্যমান
বাজার পরিস্থিতি এখন আরো স্থিতিশীল, ‘ব্যবসা সহজীকরণে’ সংস্কার চলমান
১০