বেক্সিমকো ফার্মা পরিদর্শন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ ও আনিসুজ্জামানের

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:৩০
বেক্সিমকো ফার্মা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ ও আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): দেশের অন্যতম শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। 

আজ বুধবার তারা বেক্সিমকো ফার্মার অত্যাধুনিক ওষুধ উৎপাদন কারখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা বেক্সিমকো ফার্মার ওষুধ উৎপাদন লাইন, অত্যাধুনিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি ঘুরে দেখেন। এ সময় তাদেরকে কোম্পানির ওষুধ উদ্ভাবন, রপ্তানি কার্যক্রম এবং দেশে ও বিদেশে জনস্বাস্থ্যখাতে অবদান সম্পর্কে অবহিত করা হয়।

প্রতিরক্ষা ও জাতীয় ঐক্য উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ বলেন, ‘বেক্সিমকো ফার্মা দেশের ফার্মাসিউটিক্যাল খাত কীভাবে প্রযুক্তিগতভাবে এগিয়ে গিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তার উৎকৃষ্ট উদাহরণ।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, একটি বাংলাদেশি কোম্পানিকে আন্তর্জাতিক মান বজায় রেখে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করতে দেখতে পাওয়া অত্যন্ত আশাব্যঞ্জক। বেক্সিমকো ফার্মা শুধু ওষুধই তৈরিই নয়, বরং দেশের জন্য সম্মান বয়ে আনছে। 

পরিদর্শনকালে তারা সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় ওষুধ শিল্পকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুড়িচং- ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা
২০২৪ সালে জাপানের জনসংখ্যা রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে
পূর্বাভাসকে ছাড়িয়ে জুলাই মাসে চীনের রপ্তানি বেড়েছে ৭.২ শতাংশ
বাংলাদেশে সামাজিক বিমা স্কিম প্রবর্তনে কর্মশালা অনুষ্ঠিত
সিকিউরিটিজ বন্ধক, অবমুক্তকরণ ও বাজেয়াপ্তকরণ নিয়ে ডিএসই’র কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় মিছিলে জনতার ঢল
ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালিতে জনদুর্ভোগ, দুঃখ প্রকাশ
অন্তর্বর্তী সরকারের কাছে খাদ্যশস্য মজুদ আছে ২১ লাখ মেট্রিক টন
এক বছরে বিমান খাতে রূপান্তরমূলক অগ্রগতি দৃশ্যমান
বাজার পরিস্থিতি এখন আরো স্থিতিশীল, ‘ব্যবসা সহজীকরণে’ সংস্কার চলমান
১০