বেক্সিমকো ফার্মা পরিদর্শন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ ও আনিসুজ্জামানের

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:৩০
বেক্সিমকো ফার্মা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ ও আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): দেশের অন্যতম শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। 

আজ বুধবার তারা বেক্সিমকো ফার্মার অত্যাধুনিক ওষুধ উৎপাদন কারখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা বেক্সিমকো ফার্মার ওষুধ উৎপাদন লাইন, অত্যাধুনিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি ঘুরে দেখেন। এ সময় তাদেরকে কোম্পানির ওষুধ উদ্ভাবন, রপ্তানি কার্যক্রম এবং দেশে ও বিদেশে জনস্বাস্থ্যখাতে অবদান সম্পর্কে অবহিত করা হয়।

প্রতিরক্ষা ও জাতীয় ঐক্য উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ বলেন, ‘বেক্সিমকো ফার্মা দেশের ফার্মাসিউটিক্যাল খাত কীভাবে প্রযুক্তিগতভাবে এগিয়ে গিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তার উৎকৃষ্ট উদাহরণ।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, একটি বাংলাদেশি কোম্পানিকে আন্তর্জাতিক মান বজায় রেখে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করতে দেখতে পাওয়া অত্যন্ত আশাব্যঞ্জক। বেক্সিমকো ফার্মা শুধু ওষুধই তৈরিই নয়, বরং দেশের জন্য সম্মান বয়ে আনছে। 

পরিদর্শনকালে তারা সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় ওষুধ শিল্পকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০