জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাট বিএনপির মিছিল

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:৫২
আজ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাট বিএনপির মিছিল। ছবি : বাসস

জয়পুরহাট, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটে বিজয় মিছিল করেছে জেলা বিএনপি। 

আজ বুধবার সন্ধ্যা ৬ টায় সার্কিট হাউজ মাঠ থেকে বর্ণাঢ্য মিছিল বের হয়ে তা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে শেষ হয়।

সেখানে জেলা বিএনপি আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আলীম। এ সময় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, সদর থানা বিএনপি সভাপতি এ্যাডভোকেট হেনা কবীর, সম্পাদক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপি সভাপতি আমিনুর রহমান বকুল। 

এছাড়া বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আজিজ গ্রেফতার
হাবিপ্রবিতে ফলমুল ও সবজি গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা 
শেখ হাসিনা-শেখ রেহানার দুর্নীতির ৩ মামলায় ৩ জনের সাক্ষ্য
উত্তর কোরিয়ার নেতা বেইজিং-এ অনুষ্ঠেয় কুচকাওয়াজে যোগ দেবেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি 
কিয়েভে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪
ঠাকুরগাঁওয়ে জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা
শীর্ষ সম্মেলন ও সামরিক প্রদর্শনীর মাধ্যমে অপশ্চিমা জোট জোরদার করবে চীন
নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও মাছ উদ্ধার, আটক ৩১৫
গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন
১০