তারেক রহমানের শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২০:০৪
বগুড়ায় সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

বগুড়া, ৬ আগস্ট ২০২৫ (বাসস): সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক মন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবারের পক্ষ থেকে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, মাহবুবুর রহমান বকুল, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, অ্যাডভোকেট আব্দুল বাছেদ।

আরও ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ, শেখ তাহাউদ্দিন নাহিন, শামিম রেজা শামিম, অ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডল, ফজলে রাব্বি তোহা, আব্দুর রউফ, ফারুকুল ইসলাম ফারুক, আশরাফুজ্জামান প্রবাল, রাশেদুজ্জামান পিয়াস, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। 

পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, সৈয়দ আব্দুল গফুর দারা, আল আমিন সরকার ও উজ্জ্বল। 

দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা বেলায়েত হোসেন। 

এদিকে বিকেলে বাদ আসর গাবতলী উপজেলার লাঠিগঞ্জ নুরানী অন্ধ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পরিবারের পক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল এবং এমিতদের মধ্যে খাবার বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, মাহমুদ শরীফ মিঠু, ফজলে রাব্বি তোহা, আনোয়ার সাদাত আলো, রাসেদুজ্জামান পিয়াস, জোবায়ের হোসেন, কমল, মাদ্রাসার সুপার আবুল কালাম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০