রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে আরও ২৫% শুল্ক বসালেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২১:০৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন।

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা মস্কোর ইউক্রেন যুদ্ধের অর্থায়নে গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস বলে মনে করা হয়।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হোয়াইট হাউসের প্রকাশিত নির্বাহী আদেশ অনুযায়ী, নতুন এই শুল্ক তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে। এর পাশাপাশি বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে আরও একটি ২৫ শতাংশ শুল্ক, যা আগেই নির্ধারিত হয়েছিল।

নির্বাহী আদেশে বলা হয়েছে, যেসব দেশ ‘পরোক্ষ বা প্রত্যক্ষভাবে রুশ ফেডারেশনের তেল আমদানি করছে’, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে।

তবে স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতায় থাকা পণ্য, এবং ওষুধের মতো সম্ভাব্য ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে ছাড় বহাল থাকবে।

রাশিয়ার পশ্চিমাপন্থী প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে বিধ্বংসী আগ্রাসন চালিয়ে যাওয়ার মধ্যে মস্কোকে শান্তিচুক্তির দিকে অগ্রসর না হলে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকেই ভারতের ওপর চাপ বাড়িয়েছেন তিনি।

এদিকে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বুধবার মস্কো সফর করেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এই সময়েই যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ দিল্লি সফর করছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই যুক্তরাষ্ট্রের চাপকে ‘অযৌক্তিক ও অবিচারপূর্ণ’ আখ্যা দিয়ে বলেছে, তারা নিজেদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০