চট্টগ্রাম, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষজ্ঞ ডিগ্রি ছাড়া জটিল রোগের চিকিৎসা, অপারেশন ও অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের অভিযোগে দুই পল্লী চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার ঠাকুরদিঘীরপাড়ের মসজিদ মার্কেটের আন-নুর সেবা সেন্টার ও ছমদিয়া পুকুরপাড়ের মেডিকেল সেন্টার ফার্মেসিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মো. এহসান হাবীব ও সুকুমার দে নামে ওই দুইজন পল্লী চিকিৎসক অবৈধভাবে অপারেশন, জীবনরক্ষাকারী ওষুধের অযাচিত ব্যবহার এবং নিজেদের জটিল রোগের বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অনিয়ম ধরা পড়ে। এ সময় তাদেরকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে অঙ্গীকারনামা নেওয়া হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। যে কোন ধরনের অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।