চট্টগ্রামের সাতকানিয়ায় দুই পল্লী চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২১:২০
ছবি : বাসস

চট্টগ্রাম, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষজ্ঞ ডিগ্রি ছাড়া জটিল রোগের চিকিৎসা, অপারেশন ও অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের অভিযোগে দুই পল্লী চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার ঠাকুরদিঘীরপাড়ের মসজিদ মার্কেটের আন-নুর সেবা সেন্টার ও ছমদিয়া পুকুরপাড়ের মেডিকেল সেন্টার ফার্মেসিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মো. এহসান হাবীব ও সুকুমার দে নামে ওই দুইজন পল্লী চিকিৎসক অবৈধভাবে অপারেশন, জীবনরক্ষাকারী ওষুধের অযাচিত ব্যবহার এবং নিজেদের জটিল রোগের বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অনিয়ম ধরা পড়ে। এ সময় তাদেরকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে অঙ্গীকারনামা নেওয়া হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। যে কোন ধরনের অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০